আনোয়ার রশীদ সাগর এর দু’টি কবিতা
মন
মন আহা মন
বয়সহীন চলন ও বলন-
টুনটুনি পাখির মত লাফাই শুধু এ-ডালে
ও-ডালে।
হায়রে আমার মন-
হেমন্তের এই চন্দ্রবেলায় নেচে-নেচে
নির্ঘুম নির্জনে নিত্য করে
মেঘের বুকের কুসুম ডিমে,
ময়ূররঙা প্রজাপতির পাখায়-পাখায়
উড়ে-উড়ে বসে সে
লাল টুকটুকে ঠোঁটের,
ভেজা গোলাপের কোণায়-কোণায়।
মন আহা মন
বয়সহীন চলন-বলন
ফুলবানুর কবুতরী বুকের মত
উঁচু-নিচু ইশারায়
লাউ মাচায় নেচে বেড়ায়।
মনরে আমার মন
টিপটপ বৃষ্টিবেলায় আধো-গরম
আধো-ঠাণ্ডায়
অমানিশার অন্ধকারে
ওম খোঁজে, ওম;
রেললাইনের পাগলা ঘোড়ায়
ওজনহীন ওঠে বসে
হাতড়ায় যমুনার জল-
ওরে আমার মন।
মনটা বড় বেয়াড়া,
বড়ই বেয়াড়া;
নদীর বুকে পাগলী মেয়ের সাঁতার দেখে
মেঘের বুকে লাফাই শুধু এলো-মেলো
প্রার্থনা রেখে, যায় চলে
জলপরীদের নলকূপে।-
দড়ি নামাই কূয়ার ভিতর
যখন পূজামণ্ডপে
ঢোলক বাজে।
মন আমার মন
ঠিকানাহীন
চলন-বলন।
আলিঙ্গন
আকাশের স্পর্শ আমাকে মুগ্ধ করেছে,
পাগল ও করেছে;
নরম হাওয়া ঝিরি ঝিরি হৃদয়ে
জলের মালা গেঁথেছে, গেঁথেছে আমাকেও;
বুঝতেও পারিনি-এত নরম, এত সুন্দর।
উত্তেজিত আমি জেগে উঠেছিলাম
কিছুক্ষনের জন্য-বসন্তের হাওয়ায় হাওয়ায়;
জল ঝরাতে চেয়েছিলাম সবুজে সবুজে,
কিন্তু আবৃত মাঠ নীলে নীলে ভরা
লালা ঝরানো নাভীমুলও ছিল শাড়িতে ঢাকা,
আকাশের স্পর্শ এবং আকাশ চেয়েছিলাম একা, শুধুই একা।
ক্ষনিকের জন্য মুগ্ধ আমি অভিভুত ছিলাম নরম হাতে
নরম শরীরে, কারণ আমিও সেই মাংস খেকো পৃথিবীর একজন।-
পৌরুষত্ব নিয়ে কি লুকানো যায় ফাগুনের বাতাসে?
বরং জল ঝরাতেই আমি পছন্দ করি অধিককাল ধরে
যদিও বসন্ত সারাক্ষণ ঘিরে থাকে,
ঘিরে থাকে ছায়াচোখ,
ঢাঙর শরীর, চেপ্টা পিট ,পুষ্টবুক; তবুও ব্যথায় টনটন
করে আকাশের নীচে বসন্ত বাতাসের নরম স্পর্শ
অথচ ঢেলে দিতে পারি না কাঙ্খিত জল,
মিশাতে পারি না নদীর সাথে প্রাণের চুম্বন
শুধু মেঘে মেঘে ভেসে যায় আকাশের স্পর্শ
বা-তা-সে বা-তা-সে..........
আনোয়ার রশীদ সাগর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
03-03-2020
-
-