অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সময় – অসময় =নির্মল এস পলাশ

কটি সরলরেখার
দুই প্রান্তে তুমি - আমি,
অনুভবের স্বপ্নিল সিঁড়ি
ফুলে ফুলে শোভিত
      চারপাশ।

একটু দীঘি ফুটেছে
নীলপদ্ম - রাজহংসীর
      জলকেলি।
পদ্ম কুঁড়াতে সাঁতার কাঁটা
মিটমিটি হাসি।

একটি পৃথিবী সাগর - নদী
কাঁটাভারা পথ,
স্বচ্ছ কাঁচের দেয়াল
পলাশ রঙে বসন্তের
আহব্বান।

একটি তারাভরা রাত
নিশিত রজনী,
কল্প - আলাপনে
ভোরের প্রভাত
জানালায় দৃষ্টিপথ বহুদূর।

একটি কুঠির
শতস্মৃতি, প্রাপ্তি - তৃপ্তি,
উচু - নিচু মেঠো পথ
ঝর্ণার জলে ভেজার
সুখ - প্রশান্তি।

একটি যাত্রাপথ মহাসাগর
      ভুল পথে ---
দীর্ঘ বিরতি মরুভূমি,
অদৃশ্য সংযোগ
আলোর রেখাপাত
ক্ষণে - প্রতিক্ষণে।

একটি সুনীল আকাশ
উড়ছে হাজার পাখি,
প্রান্ত থেকে দিগন্তে
সাঁজের বেলা
অতৃপ্ত আলিঙ্গন।

একটি হৃদয়
      দুটি ছেদ বৃত্ত,
দুটি ফুলের পরশ
অনন্য অনুভব
     বৃত্তে বৃত্তে।

একটি প্রেম
  তুমি থেকে আমি
রোদ থেকে বৃষ্টি
আগুন আর পানি
মায়া আর ছায়া।

একটি জীবন
     সাদা ও কালো
সময় -- অসময়।

নির্মল এস পলাশ। কমলগঞ্জ, মৌলভীবাজার