অটোয়া, শনিবার ৫ এপ্রিল, ২০২৫
ফেলে এসে বসন্ত, ঘাসেদের ক্লাসে - অলোক মিত্র

গেঁদাফুলের কাছে জমা দিয়ে 
এসেছি হলুদ বসন্ত।
আজ ফাগুনের এই দিনে, নেই আগুন
ফাগুনের দোতারা নিয়ে গেছে 
ফেলে আসা অতীতে একচল্লিশ বসন্ত। 
সজনে ফুলে ফুলে পতঙ্গের পায়ে মাখা 
আবীর মেখে উড়ে এসেছি সীমাহীন 
জীবনের বাঁকে।
কে যেন গোধূলির পড়ন্ত বিকেলের
ফেলে যাওয়া রোদেদের রংধনু মাখিয়ে
বলে গেল সরিষার ক্ষেতে রেখে যা 
যেটুকু আছে অবশেষ,
আমি বিস্ময়ে হতভম্ভ হয়ে
এক পা দিয়ে দাঁড়িয়ে ওর পিছু ফিরে
চলে যাওয়া দেখি, আর ভাবি
হয়তো বসন্ত একদিন বলবে,
চলে যা, এখানে তোর যা রেখেছিস শেষ।
আমি ইদানিং বসন্ত আসলে,
ভীতসন্ত্রস্ত হই, নিয়মে অনিয়ম করি
গনিতের খাতায় লিখি যত চিঠি ঈশ্বরে....
ভূগোলের ক্লাসে পাঠ নেই কবিতার,
ওর যৌবনের প্রতিটি সিঁড়িতে রাখি
বেঁচে থাকার দীর্ঘশ্বাস, আসলে কবিতা
সে তো সঞ্জিবনী আদিমন্ত্র যপে।
ভূগোলের ক্লাসে চাই 
এক গ্লাস পারদ উষ্ণতা।
লাইফ সাপোর্ট খুলে 
পাসপোর্ট জমা দিয়েছি, 
যাব না গনিতের ক্লাসে, 
আজ নিসর্গে রেখেছি কায়ায় 
ধরা তাপের উত্তাপ, 
হিমধরা শিশিরে ঘাসেদের প্রত্যুষ ক্লাসে।

অলোক মিত্র। পিরোজপুর, বাংলাদেশ