অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বাস্তবতা ইদানীং - ইবনে জামান

চাইলেই একটা ফুল হাতে আসেনা,
যদিও অনিচ্ছায় চলে আসে ঘুমহীন রাত।
মেঘের থেকে মৃদু বৃষ্টি ঝরার মতো ইদানীং
কোনো কোন চোখ প্রায়ই অশ্রু ঝরায়।
এণ্ডরপিন হরমোন লুকিয়ে থাকে
শরীরের গভীরে কোথাও এককোষী এক
এমিবার মতো নিশ্চল হয়ে।

সারাদিন সুখ একটানা না থাকলেও
কিছু কিছু দুঃখ অক্সিজেন থাকার মতো
অনেকের শ্বাস  প্রশ্বাসের কাছাকাছি থাকে।
চেষ্টার ফসল হয় চৈত্রের ফাটা ক্ষেত।
ক্লোরোফিল ভরা সবুজ পাতার মতো স্বপ্নরা
ঝিমিয়ে পড়ে সদ্য অংকুরোদগমে জেগে ওঠা
গাছের চারা পানি না পেয়ে ঝিমানোর মতো।

হিলিয়াম গ্যাস হয়ে কারো করো বাঁচার ইচ্ছে
আকাশের নীলে মিশে যেতে উড়ছে কেবল।
বহুরুপী মৌলের মতো মানুষগুলো গল্প বলে
আড্ডা জমিয়ে হাসেই কেবল।

ইবনে জামান । সবুজবাগ, ঢাকা