অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ঝরেও যে ফুল ছড়ায় সুবাস - এম ডি আজাদ

তো ফাগুন আসলো-গেলো, 
ঝড়িয়ে কতো ফুল,
ভুলেছি তো অনেক কিছু, 
ভুলিনি তোমায় একচুল! 

চারিদিকে রংগীন বাতি 
নিভে আর জ্বলে,
কে বলেছে নেই যে তুমি?
গিয়েছো নাকি চলে?

জন্মশতবার্ষিকীতে আজ,
ফুটেছে হরেক ফুল,
হৃদয় মাঝে রাখতে তোমায়, 
করিনি একটু  ভুল! 

অনেক কিছুই হারিয়ে গেলে,
যায় না তাকে পাওয়া, 
তোমার কথাই বলে বেড়ায়,
মৃদু-মন্দ হাওয়া! 

যে ফুল ফুটেই ঝরে গেছে,
সুবাস বিলিয়ে, 
লক্ষকোটি প্রানে'ই আছো,
যাওনি মিলিয়ে! 

জাতির পিতা আজকে তোমার, 
জন্ম শতবার্ষিকী,
খুশীর অনল তাইতো প্রানে,
জ্বলছে ধিকিধিকি! 

হারিয়ে তুমি যাওনি কভু,
হারাবার তুমি নও,
অহরহ লক্ষপ্রানে 
বীরের মতোই রও! 

তোমার লাগি আজও থাকি,
বাতায়ন খুলে বসি,
তুমি হলে দুর আকাশের,
মিস্টি আলোর শশী! 

জাতির জনক তুমি আমার, 
দীপ্ত-অহংকার,
তোমার মতো বীরের জন্ম, 
হয়না তো বারবার! 

হারিয়ে গিয়েও আছো তুমি,
লক্ষকোটি প্রানে,
তোমারই গান গেয়ে বেড়াই,
মিস্টি-মধুর তানে! 

অমাবস্যার রাতে ছিলে,
তুমি আশার আলো, 
যেমন ভোরের সুর্য তাড়ায়,
রাতের আঁধার কালো! 

ডুবন্ত সেই তরীটাকে, 
করলে নদী পার,
তাইতো তুমি হৃদয়ে আছো,
কোটি জনতার!

এম ডি আজাদ । ঢাকা, বাংলাদেশ