অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
করোনা-যুদ্ধ - প্রিয়রঞ্জন পাল

বিশ্বযুদ্ধ হয়েছে আগেও প্রথম এবং দ্বিতীয় 
বিশ্বযুদ্ধ চলছে এখন, এটাই কি তৃতীয়?
ক্ষুদ্র শত্রু তুচ্ছ নয় থাকছে সেটা আড়ালে 
শত্রু-চোখে ফারাক নেই বামুন কিংবা চাঁড়ালে।

ঝাঁপিয়ে পড়ে সবার উপর একটুও নেই বাছবিচার
হম্বি তম্বি কিচ্ছুটি নেই,নেই কো মোটে ঢাক-প্রচার।
হয় না ঘায়েল এই শত্রু অস্ত্র যখন কামান-শেল
ছোঁটার জন্য চাই না ওর জাহাজ,বিমান কিম্বা রেল!

তবুও ছোটে যম-শত্রু এক দেশ থেকে অন্য দেশ
দেশ থেকে দেশ দেশান্তরে সবখানেতেই রাখছে রেশ,
ত্রস্ত মানুষ,ত্রস্ত সমাজ,ধস্ত কত জনপদ
অফিস,বাজার,স্কুল,কলেজ সব কিছুই হচ্ছে রদ।

অতিক্ষুদ্র শত্রু ভয়ে রানীও পালান প্রাসাদ ছেড়ে
খাঁ খাঁ করে কাবাগৃহ,লোক আসে না মন্দিরে।
জীবাণুজীব করোনার নেই কো মোটেই করুণা 
পোপ-নাস্তিক সবাই ভীত, ভীত জোসেফ-অরুণা।

ভয় মোটে নয় শেষকথা, শেষকথা হোক সাহসই
সাফাইকর্মী,স্বাস্থ্যকর্মী ,ডাক্তার,নার্স সাহসী
সাহস নিয়ে লড়ছে তারা,লড়ছে সারা বিশ্বময়
মানবজাতি বুদ্ধি দিয়ে করবে ঠিকই যুদ্ধ জয়। 

প্রিয়রঞ্জন পাল । উঃ দিনাজপুর, পশ্চিমবঙ্গ