মানুষের দুর্দিনে - দেওয়ান সেলিম চৌধুরী
মানুষই একদিন ‘করোনা’-কে করে নেবে জয়।
তুমি কেন মানুষের দুর্দিনে, হে মঙ্গল ময়,
লভিছ আনন্দ এত, দেখায়ে বীভৎস ভয়?
মানুষ আছে বলে তুমি আছো আরশে সমাসীন
মানববিহীন পৃথিবীতে তুমিও অর্থহীন।
পৃথিবীকে দিয়েছ ইজারা, মানুষের হাতে
কিছু, আজো রয়ে গেছে মানুষ, বাকীসব উচছন্ন খাতে।
যারা মানুষ, তারা শুরু থেকে নিবেদিত প্রান
খুঁজেনা কে হিন্দু, খৃষ্টান, কি মুসলমান।
নিজের জীবন বিপন্ন করি, সেবিছে সমানে সমান।
তারাতো আপন কর্ম লাগি, চায়নি কোন প্রতিদান।
তবে তোমার প্রয়োজন কেন মানুষের মেকি বিশ্বাসে,
কেন মানুষের বিশ্বাস কাড়ো, মঙ্গলের আশ্বাসে?
তুমি কি জাননা, ভয়ে ভীত মন, করিছে অর্পণ, অন্ধকার মাঝে
এত কিছু সৃষ্টি করি, কেন আছ ভিখারীর সাজে?
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
22-03-2020
-
-