অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
স্বদেশ বুকে - এন.বি.নিরব

ন্মেছি আমি সবুজ শ্যামল স্বদেশ বুকে
যেখানে প্রাণের মমতায় নিসর্গপ্রীতি নিত্য জাগে।

জন্মেছি আমি আগুন ঝরা ফাগুনের দেশে
যেখানে বায়ান্নর স্মৃতি জড়িয়ে আছে সবখানে।

জন্মেছি আমি শেখ মুজিবের অগ্নিঝরা ভাষণের দেশে
যেখানে বাঙালি স্বপ্ন দেখে শৌর্য মহিমার পরশে।

জন্মেছি আমি একাত্তরে গর্জে উঠা বাঙালির মহিমান্বিত দেশে
যেখানে স্বদেশ প্রেমী নির্ভয়ে জীবন বাজি ধরেছিল সমারঙ্গনে।

জন্মেছি আমি স্বাধীন চেতনার উর্বর দেশে
যেখানে স্বপ্ন জাগে পবিত্র মৃত্তিকার মিষ্টি গন্ধে।

জন্মেছি আমি বাউল গানের মশগুল দেশে 
যেখানে একতারার সুরে প্রাণের কথা আসে অনায়াসে। 

জন্মেছি আমি সম্প্রীতির উজ্জ্বল বন্ধনে
যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান মিশে রয় প্রাণে প্রাণে।

জন্মেছি আমি সোনার স্বদেশ বুকে
যেখানে লাল সবুজের পতাকা নিত্য উড়ে।

জন্মেছি আমি স্বদেশের সুগন্ধি ফুল সুবাসে
যেখানে মানুষ ভালোবাসে দ্বিধাহীন উল্লাসে।

জন্মেছি আমি ফসলের হর্ষময় নবান্নের দেশে
যেখানে ফসলের পরিপূর্ণতায় কৃষাণের গোলা হাসে।

জন্মেছি আমি তিনশো ষাট আউলিয়ার দেশে 
যেখানে মধুর আযান ধ্বনিতে সোনালি সূর্য উঠে। 

জন্মেছি আমি শ্রীচৈতন্যের  পুষ্প পবিত্র ভূমে
যেখানে মন্দির মসজিদে নেই তফাৎ মনুষ্য প্রাণে।

জন্মেছি আমি শীতল স্নিগ্ধ ঘেরা পল্লী মায়ের আঁচল দেশে
যেখানে আমার আজন্মের ঋণ মায়ের কোমল চরণে।

জন্মেছি আমি সাহিত্যের অজস্র অলঙ্করণের দেশে
যেখানে মহান কবি, সাহিত্যিক, শিল্পী জন্মেছে যুগে যুগে। 

এন.বি.নিরব । নাসিরনগর,ব্রাহ্মণবাড়ি