অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
তোকেই চাই - মৈত্রেয়ী সিংহরায়

ল্ না একটু বেরিয়ে পড়ি
রঙে রঙে জীবন গড়ি।
রাখ্ না হাতের কাজ ফেলে
সময়টা যে যাচ্ছে চলে।।

তাকিয়ে দেখ দূর আকাশে
চাঁদের হাসি করছে খেলা।
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়
রঙিন হোক সারাবেলা।।

আজকে না হয় একটু রঙ
মাখাব তোর খোলা বুকে।
নিবিড় করে একটু পাব
হারিয়ে যাব পরম সুখে।।

আজ হোক্ না আমার আঠারো
তোর একুশ, ভালোবাসা কুড়িয়ে নিই।
কাঁটাতারের বেড়া ভেঙে 
ফাগুন ফাগ ছড়িয়ে দিই।

তোর মনে একটু জায়গা রাখ
মন ডুবিয়ে খেলা করি।
উথলে উঠুক ভালোবাসা
সবুজ সকাল হাতড়ে ফিরি।।

ক্ষতগুলো আজ মুছে ফেলি
রোদের পিঠে, রঙের বন‍্যা।
কান্নাগুলো দূরে ঠেলে
কালো মেয়েটাই হোক অনন্যা।।

চল্ না একটু বেরিয়ে পড়ি
নিঝুম কোনো দ্বীপে যাই।
তেপান্তরের মাঠ পেরিয়ে
আমি যে শুধু তোকেই চাই।।

মৈত্রেয়ী সিংহরায়। মেমোরি, বর্ধমান