অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পার্থক্য কী? -আমিনুল ইসলাম মিন্টু

ন্ম যখন নিলাম মোরা এই ধরণীতে-
তোমার আমার মাঝে পার্থক্য - পারো কী বলতে?
তুমিও ছিলে মায়ের গর্ভে দশমাস দশ দিন,
কেমনে তুমি শোধ করিবে বিধির দেয়া ঋণ।।

দুই বছর দুগ্ধ পান করেছো মায়ের কোলে
আমিও তা কেমন করে গেয়েছি আজ ভুলে,
শিক্ষা তোমায় দিলো মা-বাবা রাম কৃষ্ণ হরি
আরো অনেক দেবদেবীর নামে বলিহারি।

শিক্ষা দিলো আমার মা এক আল্লাহ নবীর নাম,
সেই থেকেই করছি মোরা দুই ধর্মের  কাম,
বিবেক বুদ্ধি সব দিয়েছে একই উপরওয়ালা 
দেখনা ভেবে একটুখানি বুঝবি শেষের বেলা।।

বাপ দাদার ধর্ম নিয়ে করছি মোরা বড়াই
সে কারণেই বাঁধছে মোদের একে অন্যে লড়াই,
সব ধর্মেই বলছে তো ভাই মানব সেবার কাজ,
করছি কি কেউ সেই কাজটি দেখনা ভেবে আজ?

কোন ধর্মে নাই বিশ্বাস নাহি ধর্ম মানে 
ইহুদি বলে দিচ্ছি গালি তাতো সবাই জানে,
অনেকেই তো করছে যপন ঐ যিশুর নাম
শান্তি যখন নাই কোথায়ও তবে ধর্মের কী কাম?

এতো ধর্ম এতো বাণী সবই মোরা জানি
আঘাতে দিয়ে লাগে ভালো দেখতে চোখের পানি,
সব ধর্মেই আছে লেখা করো ক্ষুধার্তকে অন্নদান,
দিচ্ছিনা তো আহার তবে নিচ্ছি খোদার দেয়া প্রাণ।।

পশুর মতো করছি লড়াই করতে রাজ্য দখল,
দরকার হলে হিংসা দিয়ে পোড়াচ্ছি সকল 
হিন্দু মুসলমান করলে বিয়ে ছিঃ ছিঃ করছি
বলো দেখি মুসলিম হয়ে চার কালেমা কে শিখেছি? 

সবাই করুক সবার গ্রন্থের সব মন্ত্র পাঠ,
ধর্ম ছাড়া মিশুক সবাই বসুক ভালোবাসার হাট,
রক্ত মাংসে মানুষ সবাই এটাই সঠিক কথা,
ধর্ম থাকুক সবার কাছে তবে দিওনা বুকে ব্যাথা।। 

আমিনুল ইসলাম মিন্টু । সিরাজগঞ্জ, বাংলাদেশ