অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিচিত্র জনপদে – বেলাল উদ্দিন

জীবন্ত তবুও নির্জীব
অদৃশ্য তবুও দৃশ্যমান
প্রাণবন্ত তবুও প্রাণহীন-
সুরম্য দালানের ছড়াছড়ি
অগণিত লুটেরাদের বসবাস--
হরেক বর্ণের বাহন,
বাজাচ্ছে সতর্ক সংকেত,
যেন শেষ নেই
বিচিত্র জনপদের।
ভোর হতে রাত
এ প্রান্ত থেকে ও প্রান্ত
আছে ব্যস্তময় জটিলতা, কুটিলতা আর কৃত্রিমতা
নেই ভালোবাসা, সহমর্মিতা
অভিনব বিচিত্র জনপদে।
নির্গত কালো ধোঁয়ার কষাঘাতে দূষিত পরিবেশ চারদিক,
মস্তিষ্ক বিকৃতির নির্গত কালো ধোঁয়ায়
সবই একাকার -সমাজে, রাষ্ট্রে, মননে,মানসে
সৃষ্টি করছে-----------
হত্যা, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কতকি?
করছে দূ্র্নীতি আর স্বজনপ্রীতি আপন মহিমায় করছে লুটতরাজ---
চলছে মিটিং, মিছিল, সেমিনার আর সমাবেশ প্রতিদিন
চলছে বক্তৃতার ঝড় সরস না হয় নীরস ভঙিমায়--
হিতে অথবা বিপরীতে
নেই কোনো সুরাহা
হে বিশ্ব ধরিত্রী, ক্ষমীয় মোদের
এ বিচিত্র জনপদে।

বেলাল উদ্দিন। সিলেট, বাংলাদেশ