অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অনুশোচনা - সালেহ মওসুফ

হে পৃথিবী আমি তোমাকে ভালবাসি
ভালোবাসি সবুজ বৃক্ষের সারি
আকাশ ছোঁয়া উঁচু উঁচু গিরি
সমুদ্রের জোয়ার ভাটা ফেনিল জলরাশি ।

আমি ভালোবাসি বৃষ্টির অবিরাম বর্ষণ
শুভ্র শান্ত নয়নজুড়ানো তুষারপাত
লেগুনের নীল জল, তাঁরাভরা রাত
ভালোবাসি ঘাসের বুকে শান্ত কুয়াশায় রবির কিরণ।

তটিনির জলতরঙ্গ ভালোবাসি, সাদা কাশফুল
ধূ ধূ মরুভূমির সোনালী বালুকণা
ভালবাসি, পূর্ণিমার রূপালী জোছনা
বসন্তের উৎসবমূখর প্রকৃতি হৃদয় করে আকুল।

করনা ভাইরাসে আজ বিশ্বজুড়ে মহামারী
মৃত্যুর করুণ মিছিল দেশে দেশে
হে পৃথিবী তোমাকে দেখিনি এমন রুদ্র বেশে
কখনো দেখিনি মানবজাতির এমন আহাজারি !

হিন্দু, মুসলিম সাবিয়ান, বাহাই, ইহুদি খ্রিস্টান
ইতালী ,আমেরিকা, বৃটেন, স্পেন, চীন জাপান
করনা কাউকে চিনে না, চিনে শুধু মানব সন্তান
মানব প্রেমের ছায়াতলেই বিপদে মিলবে পরিত্রাণ ।

কতদিন একা গৃহে থাকবো বসে উৎকণ্ঠায়
বিশ্বজুড়ে করণার দাবনলে পুড়ছে মানবজাতি
হে পৃথিবী এবার থামো অন্তর কাঁদে দিবস রাতি
কথা দিলাম এবার করবো শাপমোচন অনুশোচনায়।।

সালেহ মওসুফ। যুক্তরাজ্য