এক ঝটকায় তোমার নরম হাতদুপুর কথায় নীরব সুরালাপবিকেল হলে বাতাস ওড়ায় ঘুড়িআকাশ পথে উড়ছে সর্বনাশরাতের বেলা নিজেই রাঁধো বাড়োমাঝে মাঝেই ফেসবুকেতে হাতমনের মধ্যে ওলটপালোট কথাএক নিমেষে সুধরে দিলে আজবলতে পারি তোমায় অনেক কথাভাবছি বলি, বলি কি বলবো নাবুকের মধ্যে তাল-ফেরতা নদীগ্রামের কাছে ছবি যে মূর্ছনাবয়স হলে ফেরারী সব চিঠিতেঁতুল গাছের কথা লেখা তাতেচিরদিনের ভালোবাসা টুকু না হয় তুমি তুলে নিও হাতেএক ঝটকায় তোমার নরম হাতদুপুর বেলার নীরব সুরালাপবিকেল হলে পাখির নীড়ে ফেরাআমার চোখে হায় রে দিনলিপিরেবা সরকার। কোলকাতা
Ashram Bengali Magazine, Ottawa