অটোয়া, শনিবার ৩ জুন, ২০২৩
কাঙ্খিত মৃত্যু - মোঃ সোলায়মান মিয়া

লম হাতে ডায়েরি খুলে বসে আছি
কিছু লিখতে পারছি না,
হৃদয় খুলে কারও জন্য অপেক্ষায় আছি
ভালবাসতে পারছি না। 

জীবন খুবই আশ্চর্যের!
যাকে ভালবাসতে চাই
তাকে ভালবাসতে পারি না,
কারণ সে ভালবাসে না;
আর তাই
যে ভালবাসতে চায়
তাকে ভালবাসতে পারি না!! 

পেটের ক্ষুধা খাদ্য খেয়ে মিটাই,
মনের ক্ষুধা ভালবাসা ছাড়া
কি দিয়ে মিটাই? 

মোম আর আগুন একসাথে হলে
মোম গলে যায়;
সবার সামনে আমি আগুন
কিন্তু তোমার সামনে
মোম হয়ে যাই -
গলে গেলেও নিঃশেষ হই না,
তুমি দূরে গেলে আবার শক্ত হই। 

তাহলে তো তুমি দূরে থাকলেই ভালো!
নিজের অস্তিত্ব টিকে থাকে;
ভালবাসলে ধ্বংস হতে হয়,
কাছে আসলে নিঃশেষ হতে হয়। 

মনের ক্ষুধা না মেটালে
বেঁচে থাকা যায়,
মনের ক্ষুধা মেটাতে গেলে
মরে যেতে হয়!!

মোঃ সোলায়মান মিয়া। বাংলাদেশ