অটোয়া, রবিবার ৪ জুন, ২০২৩
সততার বিলাসিতা - সুমন্ত দে

রের কোণে পড়ে রয়
গ্রহণ করতে প্রচুর ভয়
তাতে কিবা আসে যায়
দম্ভ ছাড়াও আহত হয়। 

সার্কুলেশন জারি করে
ঋষির মতো প্রজ্ঞা ভরে
সঠিক পথে অগ্রসরেও
পরিস্থিতির চাপে পড়ে। 

গাড়ির যেমন চাকা ঘোরে
মনের কোণে পচন ধরে
মাথা তখন বিক্রি করে
হাটের মাঝে জলের দরে। 

হঠাৎ করেই জেগে ওঠে
জাপটে ধরে খুব কষ্টে
আগলে রাখে হৃদয় মাঠে
ঘরের কোণের সততা। 

সুমন্ত দে
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ