অটোয়া, সোমবার ৭ অক্টোবর, ২০২৪
তুমি জানো না - তামজীদ আহমেদ

তুমি জানো না-
একটা শহর মায়ায় ভিজে গেলে তার কতটা দিকভ্রান্তি হয়
তার সবদিকে কেন নদী 
কেন ঢেউ হয় নিরবধি 

তুমি জানো না-
দুঃসময়ে খবর নিতে এলে হাহাকার বানের তোড়ে ছুটে
নীল খাম ভেসে ভেসে যায়
ছুটির দিনের কাজ ম্লান করে ফিরে যাপনের নির্মল কোলাহলে

তুমি জানো না-
চেনা মুখ
মমতার গভীরতা 
মর্মদিনের দৃশ্যপট 
বসন্তমেলার কাব্য
মৌবনের কুহক

তুমি জানো-
পিপাসার্ত মুখকে রাত্রির মতো অন্ধকার আর চুপচাপ করে দিতে
তুমি জানো-
সময়ের নিবিড় যোগাযোগে দিশেহারা অনুভব মাড়িয়ে ভাস্কর্য বানাতে...

তামজীদ আহমেদ
বাংলাদেশ