অটোয়া, মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫
কেউ কাউকে চিনবে না - মহীতোষ গায়েন

ভা শেষ হলে যে যার মত ফিরে যাবে;
অন্যদিন দেখা হলে কেউ কাউকে চিনতে 
পারবে না, কেউ আকাশের দিকে তাকাবে
কেউ মাটির দিকে অসহায়, চিনতে পারবে না।

এখন সময় বড় খারাপ, সব রাস্তা পাল্টে যাচ্ছে, 
আলো-অন্ধকারে কত কিছু হচ্ছে, সবাই জানছে
কিছু বুঝতে পারছে না, কোথা থেকে কী হচ্ছে,
সারস্বত সন্ধ্যা নামলে যে যার মত চলে যাবে।

বাতাসে বইছে কদম ফুলের গন্ধ, বৃষ্টিও হবে হবে
করে হচ্ছে না, নদীর স্রোতের মত পাল্টে যাচ্ছে 
প্রেম, প্রেমের ধারাভাষ্য, গোধূলির অন্ধকারে হাত 
ধরে চলে যায় অতৃপ্ত কালপুরুষ ও প্রিয় নারী।

সভা শেষে সবাই চলে যাবে, কেউ আর কাউকে 
চিনবে না, যদিও স্মৃতির অলিন্দে জায়গা নেয়  
সাহিত্য, চোখের পলক, গানের ভাষা, কিছু শান্তি,
প্রত্যাশা, হৃদয়াবেশ, অথচ কেউ কাউকে চিনবে না।

মহীতোষ গায়েন
পশ্চিমবঙ্গ, ভারত