অটোয়া, সোমবার ৩ ফেব্রুয়ারি, ২০২৫
অভিযোজন - রাণা চট্টোপাধ্যায়

দূরে সরে যাওয়া মানে...
সব কিছু থেকে নিজের অস্তিত্বকে গুটিয়ে
      আবদ্ধ রাখা নয় চোরা কুঠুরিতে।

মুক্তি চাই মানে কেবল অদৃশ্য শেকল ভাঙার 
লড়াইয়ে ব্রতী হয়ে আড়ালে নিজেকে সরিয়ে আত্মমগ্ন, নিশ্চিহ্ন করার খেলায় মেতে ওঠা নয়।

এ কষ্ট-যন্ত্রনা বরং প্রতিমুহূর্তে চুঁইয়ে চুঁইয়ে ঘটায়    
      হৃদয় অলিন্দে রক্তক্ষরণ বিপ্লব! জানান দেয় 
          মনের ক্যানভাসে, কি ছিলাম এই সেদিন।

কেন এই মিছে অনুতাপ ভুল করেছি এ ভাবনা!    
প্রাণ চঞ্চল দুরন্ত খোলা হাওয়া লাগুক প্রাণে....
বন্ধ দরজার হাঁস ফাঁসানিতে দম বন্ধ হলে,
       আগের তুমিতে ফেরা কঠিনতর হয়ে ওঠে।

তার চেয়ে বরং দখিন দুয়ার খোলা অভিজাত  পবিত্র তুমি' র পান্থশালায় থাকি না এই আমিটা
        ক্লান্ত পথিক, সুদিনের তারা গুনে।

রাণা চট্টোপাধ্যায় 
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ