আমি আমার হলে - টিটোন হোসেন
ভাগ্যিস আমি আমার হতে পারিনি
চারদিকের এই সবুজ শ্যামলিমা,
চোখ ভরা কালো কাজল,
অস্থির চাহুনি......
খুঁজে পাওয়া নতুন ভোর শিমুল ফুল,
কৃষ্ণচূড়ার রঙিন পসরা,
খোঁপা গোঁজা ফুল, অফুল হয়ে যেতো,
সব কিছু হয়ে যেতো মস্ত ভুল।
আমি আমার হলে-
পাথর হতো প্রাণ; জড় হতো জীবন
না শীত না উষ্ণ পরিশ্রান্তি পেতো,
আগ্নেয় ঝড়ে ভেঙে যেতো পাঁজর
আয়নায় জমে যেতো ধুলো
অসুন্দরগুলো সুন্দর হয়ে যেতো না
ভুলগুলো শুদ্ধ হতো না।
আমি আমার হলে-
পাওনাগুলো আর চাওয়া হতো না
আইলাইনারের রেখা চক্ষু ছুঁতো না,
ঠোঁটের রক্তিম আভা হতো প্রাণহীন;
দেহের ভেতর নিস্তাপ জড়তা হতো
মৃত্যু হতো মতের পথের প্রাণের-
পৃথিবী হতো এক টুকরো পাথর।
আমি আমার হলে-
অক্ষরগুলো মিলিয়ে যেতো সহসা,
চোখে চোখে কথা হতো না
পাশাপাশি হাঁটা হতো না
দেখা হতো না পাহাড় আর নদীর;
আমি আমার হলে-
লেখা হতো না কোনো কবিতা,
গান,গল্প বা কোনো উপন্যাস
জন্মাতো না কাব্য বা মহাকাব্য
জন্মাতো না একটি প্রেম, মায়া
মানুষ কিংবা বৃক্ষ।
আমি আমার হলে-
নির্বাক আশার সব পথ রদ হতো,
রাগ অভিমান কিচ্ছু হতো না;
নির্দাব নিশানা ছুঁয়ে দেখা হতো না
দেখা হতো না সুখ অসুখের জন্ম,
সৃষ্টি হতো না এতো অসৃষ্টি
জমা হতো না পর্বতসম অভিযোগ।
আমি আমার হলে-
পৃথিবীর সব আয়না অন্ধকার হতো,
তুমি হতে অস্তিত্বহীনা!!
টিটোন হোসেন
সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
02-02-2025
-
-