অটোয়া, বুধবার ১২ মার্চ, ২০২৫
কে দেবে জবাব তার? - দেওয়ান সেলিম চৌধুরী

তোমার কথার অবাধ্য হয়ে
        কত জনপদ হলো খালি
কার শক্তির আশকারা পেয়ে
        তবে শয়তান শক্তিশালী?
তুমি যেখানে চরম দাপটে
        রাজ্য চালাও তোমার,
কোথা হতে পেলো শয়তান সেথা
        নিজস্বতা তার?
তুমি শয়তানকে রেখে মানুষ মেরেছ
        গ্রন্থ বলে বার বার।
কেন মানুষের চেয়ে শয়তান প্রিয়
        জবাব দেবে কি তার?
এই ভুবন জুড়ে, রয়েছে ভরে
        প্রাণের বিচিত্র সমাহার
শুধু মানুষকে নিয়েই তোমাদের মাঝে
       কেন এই ছিনিমিনি কারবার?
তোমরা কি তাহলে ভাগ করে নিলে
         ক্ষমতা যার যার?
শয়তানের কাছে নগদ হিসাব
         বিধাতার কাছে বাকী
মানুষও চায় দু’পারেতেই 
         সুখে যেনো থাকি।
তাই শয়তানের কাঁধে ভড় দিয়ে চলে
        বিধাতাকেও রাখে সাথে
এপার ওপার দু’পারেতেই
        লাভবান হয় যাতে।
শয়তান যখন মস্তিষ্কে থাকে
        বিধাতা থাকে ঠোটে
দুই শক্তিকে একত্র করিয়া
         সব নেয় লুটেপুটে।
বিধাতাকে নিয়ে উল্লাসে রত
        সুযোগ সন্ধানী যত
নিজের স্বার্থে বিধাতাকে নিয়ে
         তারাই খেলিছে তত।
যেন দৃষ্টি কাড়ার ফন্দি ফিকির
         দুষ্ট শিশুর মত।
বিধাতার বাণী বাজারে বেচিয়া
         লুটিতেছে শত শত।
মানুষের মনে বিধাতা ও শয়তান
          পাশাপাশি বিরাজমান,
তাই অসৎ উপায়ে সম্পদ গড়ে
         বুঝেনা কাহার দান।
শুধু দু’হাত জড়ো করে ভক্তি ভরে
          অজানা পানে করিছে প্রণাম
নিজেও জানেনা সে, কে তার সত্যিকার দাবিদার
         কি বা তার নাম।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা