অটোয়া, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪
এই দেহ এই মন - ফরিদ তালুকদার

পৃথিবীতে নয়, এখানেই থাকি
মানুষ দেখি, মানুষ ভজি, মানুষে আমি থাকি না!

তুমি নিয়ে যেতে পারো আমায় 
নিয়ে যেতে পারো লক্ষ হাজার যুগ এপাশে কিংবা ওপাশে
আমি তবু এখানেই থাকবো, এখানেই
পৃথিবীতে নয়!

প্রাণেশ্বরী ভালোবেসেছিল একবার 
কালবৈশাখী সে নয়
নয় সে ভাঙা চাঁদ দোল খাওয়া যমুনার ধারা-জল 
তবু সম্মোহনী খোলা আঁখি, রহস্য বিছিয়ে উপরে নিলো আমূল এ পোড়ো হৃদয়!
মন্দ্রিত ধমনীতে আমার ঢেউ খেলে যায় প্রাণ পুষ্প মদিরা রাত
মাটি ও মন্ত্রে খোদিত হ'তো সে প্রণয়!

ভুল আমি করি
ভুলে ভুল বাড়ে, মোম ক্ষয়ে ক্ষয়ে জাগে ভোর
চিরায়ত পাখিদের ঠোঁট জানে না
কেটে গেলে প্রিয়তমা ঘোর-
কতোটা আহত পড়ে থাকে এক বিষুবীয় হৃদয়!

শস্যের ঘ্রাণ বুকে আবারও ভরসায় রাখি সরল এ মাটি
যতোবার উঠে দাঁড়াই, যতোবেশি দিতে যাই প্রবোধ
শুধু দেখি এই আমি আমারই প্রতিরোধ, আমিই আমার মুখোমুখি হই নিজের হন্তারক!

থাকি শুধু এখানেই তাই
মানুষ দেখি, মানুষ ভজি, তবু মানুষে আমি নাই!

এই এখানেই, দেহের ভিতরে সেই ঘর
পৃথিবীতে নয়, পৃথিবীতে আমি আর থাকি না!

ফরিদ তালুকদার
আগস্ট ২০, ২০২৪
টরন্টো, কানাডা