ঐতিহাসিক তর্জনী - আলম তৌহিদ
একদা আমি সাহসকে বলেছিলাম-
'জেগে ওঠ'।
তারপর রেসকোর্সের বিশাল মাঠ
জনতরঙ্গের সমুদ্র হয়ে গেল।
অনন্ত ঘুমঘোর ভেঙ্গে,স্বপ্নমোহ ফেলে
জনতা ছুটে গেল
'অধিকার' নামে এক মৌলিক পাখির পিছু।
আর আমাকে সাহস দিয়েছিল
সেই ঐতিহাসিক উত্থিত তর্জনী,
যা নিমিষে হয়ে গেল
পৃথিবীর অদ্বিতীয় সাহসের প্রতীক।
যেদিকে তাকালে ঢাকার রাজপথ
উত্থাল মিছিল হয়ে যেত।
আজ আমাদের সাহস
ঝড়ে আহত পাখির মতো অর্ধমৃত
অথচ একাত্তরে সাহস ছাড়া
আমাদের আর কোন পুঁজি ছিলনা।
আলম তৌহিদ
কবি-প্রাবন্ধিক-গল্পকার
বাংলাদেশ।
-
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ
-
01-03-2020
-
-