অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
স্মৃতিপৃষ্ঠ - শম্পা চক্রবর্ত্তী

স্মৃতিপৃষ্ঠ
গোলকধাঁধার মরীচিকার পেছনে দৌড়াতে গিয়ে কখনো ভাবি নি এভাবে হারিয়ে ফেলব।
বোশেখের কালবৈশাখী ঝড়ের দিনে বড়পুকুরের পাশে আম গাছটার আম আর কুড়োতে পারি নি;
ভাবিনি সময় টা আমাকে বিদায় দিয়ে এত দূর চলে যাবে।
এইতো সেদিন দীনু তুলু আর সিমু মিলে কামরাঙা গাছটার নীচে ঘাপটি মেরে বসে ছিলুম ওদিকের গাছটার কুল চুরি করতে,
সময়টা সত্যি বিদায় দিয়েছে।

লেকের পাড় ধরে নৌকোগুলো ছুটত মাছ ধরতে
টিমটিমে আলোয় লেকটাকে মনে হত আকাশের বুকে তারার মেলা!

কলেজ পড়ুয়া হয়ে মানবতার কিছুটা চিহ্ন রাখতে ছুটলুম এ বাড়ি ও বাড়ি
মা বলতেন "যাও না,এক কাজ কর নিজের পরিধেয়টা ও দিয়ে দাও গে।সামনের পুজোয় পাওয়াচ্ছি! "
বড্ড কানে লাগে কথাগুলো।
মা নেই আজ পাঁচ বছর!
মাকে আজ বলি- মা, সব কেড়ে নিয়েছে সময়  আমার কাছ থেকে।

বকুনির ঝুলি শেষে এবার আসি
একাদশ অধ্যায়,নবম পরিচ্ছেদ
নবরূপে সেজে চললাম হরিপুর
স্বপ্ন শিরশ্ছেদ।

বারুইপুরের বারান্দা ধরে দাঁড়িয়ে
একাকী ভেবে চলেছি কত কী
এবার বুঝি মেঘে ছাওয়া আকাশ হঠাৎ আলো ছড়াবে!সূর্যস্নানে প্লাবিত হব দুজন।
স্বপ্নগুলো ও হয়ত এ সিঁড়ি ও সিঁড়ি করে ঊর্ধ্বমুখে পাবে স্থান।
ফের ঘন কালো মেঘ ধেইধেই করে নাচতে নাচতে এল আমাকে তার খামে পুরে রাখতে!

অগত্যা সব ফেলে সেই বুড়োর কাছে ছুটলাম
সেই বুড়োর "শেষের কবিতা" তো একমাত্র সম্বল।
তিনি যেন সব বোঝেন,ধারণ করেন,
আমার আশ্রয়দাতা।

জরাজীর্ণ নীরবতায় প্রাণোচ্ছলতা নিয়ে এল শুভ্রা;আমার একাদশ অধ্যায়ের দশম পরিচ্ছেদ।
সারাক্ষণ মিনির মতই খলখলিয়ে বাড়ি মাথায় করা, "এতা কি ওতা কি,কেন মা" প্রশ্নে  জর্জরিত আমি!
আমার শৈশব আবার হাঁটি হাঁটি পায়ে ফিরে এল শুভ্রাকে নিয়ে।
ঝর্ণার ঠিকানায় চিঠি দিয়েছিলুম কিনা!

বিলপুকুরের হাওড় বাওড় ফেলে আমি যখন রৌদ্রতাপে পুড়ে
তুমি তখন কাছারি ঘরে টাকার উপর পড়ে
এভাবে টুনু, জয়,দীপা,বর্ষা এল।
তুমি তখনো গ্রীষ্মের দাবদাহে
আমি পড়ে তখনো গোলকধাঁধায়
ভাবছি এই বুঝি শ্রাবণধারা বইবে!

সব চারাগাছ গুলো শৈশব কৈশর পেরিয়ে যৌবনে পা দিল।
টুনু আর জয় এখন আমার মত ওদের শৈশবের ছাদে হাঁটে ছেলেদের নিয়ে!

শুভ্রার বিয়ে হল বনেদী ঘরে
আমার দ্বাদশ অধ্যায়ের শেষ পরিচ্ছেদ
অজুহাত  এসে দাঁড়িয়ে।
আমি আর কি করি অভিমান টুকু বুকে নিয়ে রবীন্দ্রনাথের "বিসর্জন "হাতে
চললাম আরেক অনন্তহীন সমুদ্রস্রোতে।
একা ভীষণ একা,অভ্যেস হয়ে গেছে বৈকি!

শেষটা তোমার জন্যই রইল পড়ে;
কলম টা ও আছে বইয়ের 'পরে
সময় হবে লিখার? বেশি কিছু নয় - শুধু
'অমৃত ভালবাসি'
আমাকে যেতে হবে
শেষবেলায় অন্তত বলো না - পারব না।  
         ইতি
         অমৃতা

শম্পা চক্রবর্ত্তী
শিক্ষিকা, ফ্রোবেল প্লে স্কুল, চট্টগ্রাম।