পৃথিবীটা যেন গরীব – বেলাল উদ্দিন
পৃথিবীটা যেন গরীবদের পৃথিবী,
কেউ চুড়ান্ত গরীব, কেউ খিদেয় মরে,
কেউ মরে চিকিৎসার দুর্ভাবনায়,
জীবনের নানাবিধ টানাপোড়ন, সঙ্কট
প্রতিনিধি হয়ে এসেছে সামনে।
কেউ পরাজিত, কেউ অবহেলিত, কেউ অপাঙক্তেয়
আশ্রয় নেই দৃষ্টিপাতে কিংবা চিত্রাংকণে,
আছে অনুভবে গভীরভাবে আর নিবিড়ভাবে
স্পর্শের সীমাবদ্ধতায় মানুষের মাঝে।
ঘুরপাক খাচ্ছে মানুষ,
জীবন, প্রেম-ভালোবাসা, অন্তর্গত বাসনা,
অবদমিত স্বপ্ন নিয়ে আশার রাজ্যে,
চেতনা নৈরাশ্য করছে সর্বক্ষণ,
মনে হয় পৃথিবী আজ শ্রীহীন আশাহীন।
বিচিত্র মানবিক সংকটে জীবিকার খোঁজে,
কুল কিনারাবিহীন ভাবছে প্রতিনিয়ত,
কমছে শরীরে লোহিত কনিকা,
কমছে ফুসফুসের ক্ষমতা,
ধীরতর গতি দৌড়ের,
পিছিয়ে পড়ছে ভারবহনে দূর্বলতায়।
অশান্ত সময়ের অভিঘাত, আবেগ
দূর্যোগের কবলে পড়ে মানুষ, সমাজ, রাষ্ট্র
হয়েছে সবাই সংবেদনশীল,
নিজের ভিতর আত্নস্ত বোধ সংক্রমিত করে,
উচ্চকিত আবেগের সংহত নির্যাস নিয়ে।
জাগিবে সবাই উদয় হবে সূর্য আশার গগণে,
নিরুদ্দেশ হবে সকল জরা সময়ের প্রবাহে,
রচিবে নতুন পৃথিবী নবউদ্যামে,
প্রগতির ছোঁয়া আসবে প্রাণচাঞ্চল্য নিয়ে,
থাকবে না আর গরীব পৃথিবী।।
বেলাল উদ্দিন। সিলেট, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
21-05-2020
-
-