অটোয়া, শুক্রবার ৯ মে, ২০২৫
একটি ভৌতিক কবিতা - গোবিন্দ মোদক

খের বাগানে নেমেছে নিশুতি রাত।
মৃত হাড় খোঁজে জীবন্ত কোনও হাত।।
শন্ শন্ শন্ বয়ে যায় শীত হাওয়া। 
শব্দ বিহীন ছম্ ছম্ ভয় পাওয়া।।
গলিত শবেরা উঠে বসে কবরে-তে।
দাউ দাউ খিদে চায় তাই সব খেতে।।
পায়ে ঠেকে যায় শ্মশানের চিতাকাঠ।
ভয় পাওয়া সুরে ডাকে ফাঁসিতলা মাঠ।।
শ্যাওড়া গাছেতে আঁধার রয়েছে ঝুলে।
আলো জ্বেলে দিতে জোনাকিও গেছে  ভুলে।।
ফিস্ ফিস্ ফিস্ কারা কয় শব-কথা। 
কন্ধকাটারা হাতে তুলে নেয় মাথা।।
খেলে গেণ্ডুয়া যতো সব কঙ্কালে।
মৃত্যুর জিত হয় প্রতি দাবা-চালে।।
জীবনের সুর এখানে বাজাতে মানা।
ভয়-দানবেরা সমবেত দেয় হানা।।
শিহরণ-জিভ লক্ লক্ করে জ্বলে। 
প্রেতায়িত রাত মৃত্যুর কথা বলে।।
দূরে সরে থাকো আছো যতো প্রাণ বায়ু।
এখানেতে বাস অনন্ত যার আয়ু।।
নাকি সুরে দেয় ওরা হাড়ে হাড়ে তালি।
ধূ ধূ প্রান্তর ভয় বাস করে খালি।।
ভয় দানবের ভয়েতে পালায় ভয়।
চিৎকার ওঠে--- জয়! নরকের জয়!!
মৃত্যুর ছায়া অনন্ত এ নরক জুড়ে।
পালাও তোমরা! পালাও অনেক দূরে!!

গোবিন্দ মোদক। নদিয়া, পশ্চিমবঙ্গ