মানুষের একটা লেজ হোকদুটো শিংএক-একটা থাবা হোক সাত মন।বাচ্চাটাকে কাপড়ে জড়িয়ে কারা যেন ফেলে গিয়েছিল রাস্তার ধারেযতক্ষণ না লোকজন এসে তাকে তুলে নিলএকটা কাকও যাতে ঠোকরাতে না পারেআগলে রেখেছিল কয়েকটা সারমেয়।ন্যাশনাল জিওগ্রাফিকের একটা দল গভীর জঙ্গলে ঢুকে একেবারে তাজ্জবপরে সারা পৃথিবী জেনেছিলসেই গোরিলা-মা আর তার কাছে বেড়ে ওঠা মানব শিশুটির কথা!তাড়া খেতে খেতে পাহাড়ের এক গুহায় এসে লুকিয়েছিলেনতাসখন্দের রাজা সিন্দাবাদপিছনে তলোয়ার উঁচিয়ে হাজার হাজার সৈন্যএই বুঝি কোপ পড়ল!ঠিক তখনই গুহার মুখ ঢেকে যেতে লাগল এক জংলি মাকড়সার জালে।সামান্য একটা মাকড়সাকেমন করে তাঁকে সে দিন বাঁচিয়ে দিয়েছিলসে কথা তিনি লিখে রেখে গেছেন তাঁর আত্মজীবনীতে।জংলি মাকড়সাও বিপদ থেকে অদ্ভুত ভাবে রক্ষা করে একটা জীবনবনের গোরিলাও কত মমতা দিয়ে বড় করে তোলে একটা মানবশিশুরাস্তার কুকুরও কী সুন্দর আগলে রাখে একটা সদ্যজাতকেআর মানুষ?মানুষের একটা লেজ হোকদুটো শিংথাবা হোক ইয়া বড় বড়।সিদ্ধার্থ সিংহ। কলকাতা
Ashram Bengali Magazine, Ottawa