মানু মান্নান - সিরাজুল ইসলাম
মানু মান্নান আমার বন্ধু ছিলো
তা না বলে বরঞ্চ বলা ভালো
সে তাঁর বন্ধুত্বের তালিকায় আমায় ঠাঁই দিয়েছিলো!
মানু মান্নান আপন বিভায় দৃঢ় প্রত্যয়ী যুবক
ভরা মজলিসের ডায়াসে দাঁড়িয়ে প্রমিত উচ্চারণে
বাঁধভাঙা জোয়ারের মত পাঠ করতো তাঁর কবিতা!
বিনম্র আবেশে ছুঁয়ে যেতো প্রাণমন অনুক্ষণ!
বড়লোকের খেয়ালী ছেলে, হুটহাট একদিন
কবি হবে বলে আনমনে এই দক্ষিন জনপদে
সব ছেড়ে ছুঁড়ে ভালোবেসেছিলো সাহিত্যকে,
গৃহিণীর ভালোবাসার চেয়েও প্রগাঢ় সে প্রেম।
কবি'রা চিরকালই এলোমেলো উদাসীন
মানু মান্নানও তার ব্যতিক্রম হতে পারে নি।
সহজ-সরল নির্লোভ জীবনের কাছে তাই
আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে যায় প্রতিভা তাঁর।
নুন আনতে পান্তা ফুরানো সংসারে ভেসে গেছে সে
প্রতিভা দিয়ে আর যাই হোক; জীবন অচল।
আর্থিক অসঙ্গতির সাথে তাল মেলিয়ে
মেয়েটাকে মানুষ করে গড়ে তেলার অপপ্রয়াস।
মানু মান্নান এখন ধ্যানদ্রষ্টা আধ্যাত্বিক পুরুষ
নিমগ্ন প্রার্থনায় কেটে যায় তাঁর অষ্টপ্রহর।
কবিতার ফিনিক্স পাখি কখনও উড়ে আসে ফুড়ুৎ ফুড়ুৎ
মোহময়তায় তাঁকে নিয়ে যেতে চায় দূর বহুদূরে!
কবিদের বিয়ে করতে নেই ; সংসার বাঁধতে নেই
কারণ কবি'রা যে সহজ-সরল নির্লোভ গাধা।
অসৎ পথে রোজগারের ধান্ধা বোঝে না বলে
সন্তানকে মানুষ করে গড়ে তোলার সামর্থ্য থাকর না।
কত প্রতিভা নষ্ট হয়ে যায় বাবার অর্থ না থাকায়
যদিও মানু মান্নানের প্রচেষ্টার খামতি নেই কোন তাতে।
আর কিছু না হোক মেয়েটাকে সে গড়ে তুলেছে
বাবার আদর্শের এক গর্বিত ডাক্তার সন্তান।
কালের পরিক্রমায় হারিয়ে গেছে মানু মান্নান
উদ্বেল কষ্টে ভারী হয় না এখন আর কবিতার মঞ্চ।
সুললিত ছন্দের যাদুকর ; হৃদয় ওমে লেপ্টে থাকা পংক্তিমালা
মানু মান্নান একদিন সত্যিকারের কবি হতে চেয়েছিলো!
সিরাজুল ইসলাম। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
25-06-2020
-
-