অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
করোনা বিবি - সুজন শান্তনু

রোনা বিবি, যদিও তাঁকে অভ্যর্থনা জানায়নি এই পৃথিবী, তবুও তিনি এলেন।
তিনি এলেন শীতের স্টেশনে কুয়াশার চাদর মুড়িয়ে এক দ্রুতগামী শাটল ট্রেনের মত।
তখন ক্ষুধার্ত টোকাইবাথান নিজেদের হাঁড় আগুনে ঝলছে কটকটি খাওয়ার আয়োজন করছে,
তখন নির্যাতিত মানুষের আর্তনাদ গির্যার ধর্ম সঙ্গীতের মত করুণ সুরে বাতাস ভারী করে তুলছে,
তখন শরণার্থীদের শরণখোলায় মানুষের মত দেখতে প্রাণীগুলো বাসস্থান ফিরে পাওয়ার ফরিয়াদ করছে,
তখন আন্তঃকোন্দল জাতিগোষ্ঠীগুলোর নিঃশ্বাসে যুদ্ধের সাঁজোয়া সাজাচ্ছে,
তখন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ফুসফুস রক্তকে ঝাঁজিয়ে তুলছে,
তখন কলের দানব তার বিষাক্ত নিশ্বাসে ওজনের সতীচ্ছেদ করছে,
তখন বাণিজ্যের হিস্যা নিয়ে পৃথিবীর মেরুগুলো 
সাপখেলা খেলছে,
তখন রক্তের দোয়াতে স্বেচ্ছাসেবী সন্ত্রাস বোঁটাছেঁড়া ভবিষ্যৎ লিখছে,
তখন বারের মালের সাথে জাতিসংঘের মস্তিষ্কজাত বারবিকিউ ভোগের আয়োজন চলছে,
তখন নিগ্রোর ভূখণ্ডজুড়ে পঙ্গপাল দুর্ভিক্ষের লালসুতো ধরে খিঁচ মারছে;
ঠিক তখনই করোনা বিবি এলেন।
তিনি আসার সাথে সাথেই ওয়ালস্ট্রিট হয়ে গেছে সাহারা, 
আতঙ্ক সুটকোট পরে ডেসটিনির মত ঘুরছে ফরমালিন-দুয়ারে,
চিরায়ত আলিঙ্গন,  করমর্দন দূরে ঠেলে পরিজন অচেনার মুখোশ পরছে,
রোস্টারিংকরা জীবন নিয়ে জীবিকার আহরণে কিছু উত্তম প্রাণ ঘর ছেড়ে বেরিয়ে আসছে সীমিত সময়ের জন্য, তাদের কানের ভেতর চিত্রল হরিণ বাঘের তাড়া খেয়ে ছুটছে,
তাদের চোখের ভেতর হিংস্র বাঘ হরিণের সন্ধানে আঁধারে জ্বলে উঠছে,
তাদের নাকে মহাকালের কুমির, খাল কাটার আগেই যে অরক্ষিত হয়ে পড়ছে,
বিচ্ছিন্নবাদীর হৃদয়ের মত টুকরো টুকরো লকডাউন ভেঙে দিচ্ছে অর্থনীতির চাকা,
অবহেলায় মানুষ মরছে পরিসংখ্যানের শূন্যের মত বেড়ে বেড়ে, 
তাদের পচালাশ হতে শকুনও শত মাইল দূরে থাকছে ভয়ে,
তিনি এলেন বলেই জনাকীর্ণ ঢাকার ঢাকনা খুলে গেছে জ্যামহীন জড়তায়,
হাসপাতালে বাড়ছে ভীড়, ভীড়ের কদমফুলে পরাগায়ন করছে বাদুড়ঝোলা মানুষের প্রাণগুলো,
রাস্তাগুলো ফাঁকা, অলিগলি ভুতুড়ে, শ্মশানে অগনতি আগুনের কুণ্ডলী। 
জ্বলছে জ্বলছে জ্বলছে
ধোঁয়ায় উড়ে যাচ্ছে স্বজনের প্রাণ প্রাণকৌড়ির অবয়বে।
তবু একটি অকোষী প্রাণ (ভাইরাস) যাকে আমরা করোনা বিবি বলে ডাকি, তিনি সূর্যের ফিউশন প্রক্রিয়ার মত অবলীলায় জন কে জন ছড়িয়ে পড়ছে।
তাঁকে অভিবাদন জানানো হয়নি; তবু তিনি এলেন একুশ শতকের মহামারী হয়ে
উহান হতে বিশ্বের দম্ভের দুর্গ ভেঙে দিতে।
আহা করোনা বিবি, কোটি বছরের সাধনায় তিনি মানুষের সংস্পর্শে এলেন আজরাইলের বেশে।
কী বীভৎস তিনি! তাঁর কাছে মানুষ আজ বড় অসহায়।
তবু এই মানুষ জাতি, যারা একদিন জল থেকে উঠছিল ডাঙায়,
পাথরে ঘর্ষণ করে আগুন জ্বেলেছিল, হয়েছিল পৃথিবী-সেরা-প্রাণ,
আজ এই ক্ষুদ্র প্রাণের কাছে হেরে যাবে না তারা,
আপন বুদ্ধির জোরেই প্রলয়ের পূর্বমুহূর্ত পর্যন্ত এই পৃথিবী রাজত্ব করবে,
তাই পোড়ামুখী করোনা বিবি এলেন, মারলেন কিন্তু জয় করতে পারবেন না;
কাফনেমোড়া মৃত্যুকে মানুষ জয় করবেই।

সুজন শান্তনু, 
কবি ও গল্পকার
গুলশান, ঢাকা, বাংলাদেশ।