অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আর কত দিন - জয়প্রকাশ মণ্ডল

তাকে শুধু দূর থেকে লক্ষ্য করা যায়; 
মরশুম পেরিয়ে বীজের শরীরে এলার্জি বেরিয়ে 
যাচ্ছে। বসন্ত নিয়ে এখন কে ভাবে 
বেঁচে আছি এই তো অনেক এই সময়ে 
লস্করদের বুঝদার মেয়েটি নিশ্চয় ভেবে থাকবে নাইবা ভালো থাকলাম। বাড়ির সঙ্গে নিজে থেকে লেপ্টে আছে সরকার বাড়ির ওই ছোট মেয়েটি, 
কার সম্মানের গরজে
আত্ম সম্মানের বীজ কি মর্যাদার চেয়েও বড় 
পরকীয়ার আদালত এদেশে তো কবে পাশ করে গেছে: কাদের জন্য, ধুর্ত নাকি লোভীর জন্য। 

তবুও ওৎ পেতে বসে থাকে 
কে কার জন্য 
শরীরকে আশ্রম করে তপস্বী ধ্যান মগ্ন 
অতিভুজে কতবা শান্তি থাকে 
চোখ বুজে কত মুদ্রা দেখা যায় 
জ্যা মোটেও বোঝা যায় না। 

ধনুক ভাঙা পন থেকে ঠিকরে পড়ে তেজ 
অথচ ইউরোপে ওই শতাব্দীতে উত্তর আধুনিকতাবাদ গেড়ে বসে গেছে। নিদেনপক্ষে 
এদেশে নেহেরুর মাথার উপর একটি যুদ্ধতো হয়েছে ওই শতাব্দীতে 

জয়প্রকাশ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ