শিশুর মানসিক স্বাস্থ্য - মঞ্জুশ্রী মন্ডল
শিশুমন খুঁজে বেড়ায় পবিত্র ভালোবাসা,
আপন জনের আদর তার বড়ই পাবার আশা।
শিশু সদাই খুঁজে বেড়ায় মনের মত সাথী,
ইচ্ছে তার খেলে বেড়ায় শুধুই দিবা রাতি।
শিশুর কাছে মায়ের আঁচল বড়ই মধুর ছায়া,
মনের মতো খেলনাপাতি বাড়ায় তার মায়া।
সবকিছু থাকলে ঠিক মনের স্বাস্থ্য ওঠে গড়ে,
অবহেলার শিকার হলে শিশুর মন ভাঙ্গেচোড়ে।
বাবা-মায়ের অশান্তিটা শিশুর মনে পড়ে প্রভাব,
কুঁকড়ে যায় শিশুমন বদলে যায় হাবভাব।
বোঝার ক্ষমতা হয়না তার বাবা-মা কে ঠিক,
জ্ঞানশূন্য হয়ে পড়ে বারবার দিগ্বিদিক।
মনের সাথে যুদ্ধ করে থাকে সে আপন মনে,
মনে কষ্ট চাষ করে একাকিত্বের গৃহকোণে।
মানসিক স্বাস্থ্যটা তার হারিয়ে যায় কখন যেন,
সাংসারিক অশান্তিটা শিশুর সামনে হয়না যেন।
লকডাউনের চরম ক্ষণে শিশুরা এখন ঘর মুখী,
স্কুল নেই বন্ধুরা নেই শিশুরা এখন বড়ই দুঃখী।
মনটা তার বড়ই কোমল যেন কাদার ডেলা,
শুভ্রতার প্রতীক শিশু নয় সে হেলাফেলা।
মানসিক স্বাস্থ্য তুলতে গড়ে চাই ওদের খোলামন,
অভাব থাকলেও থাকুক ভালোবাসার বাতাবরণ।
সঙ্গ দিয়ে তাদের সাথে একটু হলেও খেলতে হবে,
তাদের সাথে একটু হলেও গল্প বলে মিশতে হবে।
লকডাউনের বেড়াজালে শিশু বহির্জগৎ জানছেনা,
মোবাইল গেমের একাত্মতায় বুদ্ধিটা বেশ শানছেনা।
মানসিক স্বাস্থ্য ফেরাতে চাই ভালোবাসার বন্ধন,
একাকীত্বতা ছাড়ালে তবে ফিরবে শিশুর খুশিমন।
মঞ্জূশ্রী মণ্ডল। তারকেশ্বর, হুগলী
-
ছড়া ও কবিতা
-
30-06-2020
-
-