অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
সভ্যজাতি - প্রশান্ত সান্যাল

মানব আমি সভ্য জাতি, চিন্তা পাইয়াছে লোপ,
নিজের স্বার্থে পদ সম্মানে, সভ্যতারে মারিয়াছি কোপ।
নতুন আসিতে আমাদের সেবাতে, লাজুক হইলো সভ্য,
নির্বোধ মানব বুঝিনাই আমি, জীবনের মহাকাব্য।
সভ্যতার নামে অবৈধ যাহা, তাহারে করিয়াছি বিশ্বাস,
সত্য মিথ্যা নাহ ভাবিয়া আমি, অসভ্যরে দিয়াছি আশ্বাস।
মিথ্যের জগতে পরাজয় মানিয়া, সভ্য হইতাছে খর্ব,
চিন্তা লোপে ভুলিয়াছি আমি, সত্য সভ্যের মর্ম।

সভ্য যুগে নিতাছি প্রাণ, করিতাছি হিংসা বিবাদ,
বদলাতে পারিনাই আজো আমি, নিজের হিংস্র স্বভাব,
আঁধার নয়নে সূর্য ডুবিতে, আলোর হইতাছে অভাব,
মানব আমি করিয়াছি শুরু, নিয়াছি ইতর ভাব।
সভ্য জগতে পালন করিনাই, আমি আপন কর্ম,
চিন্তা লোপে ভুলিয়াছি আমি, সত্য সভ্যের মর্ম।

অশ্লীল চেতনা স্পর্শ পাইয়াছে, আধুনিকতার ছোঁয়া,
মনের গহিনে লালন করিতাছি, বিষাক্ত কয়লার ধোঁয়া।
বহিঃপ্রকাশ সভ্য মুখোশ, আমি ভেতরপানে হিংস্র,
যতই গড়িয়াছ সভ্য জাতি, রক্তে পশুত্ব মিশ্র।
করিব আমি অশ্লীলতা, নাম দিব আধুনিক,
কেমনে বুঝিবে শব্দের খেল, তোমাদের নাই তো ঠিক,
আমি বহিঃবিশ্বে মোমিন ঋষি, অন্তরে নাই ধর্ম,
চিন্তা লোপে ভুলিয়াছি আমি, সত্য সভ্যের মর্ম।

চেতনা ধর্ষণ করিলাম প্রখমে, তারপর রমনী,
কামনার সম্মুখে, আপন পর কিছুই মানিনি।
ইল্লৎ ভাব আঁশটে-পিশটে লাগিয়াছে দারুণ ভাবে,
সভ্য জাতি যতই গড়ো, লাগিবে নাহ কোনো কাজে,
মানব আমি পতিতালয়, গড়িয়াছি আপন হাতে,
হিংস্র স্বভাব রাখিতে পারি নাহ, আমি আমার নিয়ন্ত্রণে।
মহাজগতে সভ্য জাতি হইবে একদিন শূন্য,
অসভ্যে উঠিবে ভরিয়া, হইতাছি সকলে বন্য।
অন্তরে আজ ক্রোধের আগুন, করিতাছি চর্য,
চিন্তা লোপে  ভুলিয়াছি আমি, সত্য সভ্যের মর্ম।

প্রশান্ত সান্যাল। নওগাঁ সদর, রাজশাহী