অটোয়া, শুক্রবার ৯ মে, ২০২৫
বিতস্তা ঘোষাল-এর কবিতা

অলীক কল্পনা

মার কোনো টান ছিল না তোমার প্রতি 
তোমারও ছিল না
তাই কথা না হলেও দুজনেই ভালো থাকি
তবু দেখো পূর্নিমার চাঁদ যখন আকাশে 
তখন কেমন একটা মন খারাপ করে
তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয় 
কত কথা বুকের ভিতর তোলপাড় হয়
চুপিচুপি সেগুলো চাঁদকে বলি
আর ভাবি ঠিক একদিন তুমি শুনে নেবে
আর তারপরই ফাগুন আসবে।

লোকটি কবি হতে চেয়েছিল 

লোকটি কবি হতে চেয়েছিল
কবিতা লিখতে গিয়ে ভুলে গেল অক্ষরমালা

অক্ষরের খোঁজে  সে
হাঁটছিল
ক্রমশ সে ভুলে গেল নিজের ভাষা
ভুলে গেল নিজের অবয়ব

নতুন করে সে ভাষা শিখল
নদীর ভাষা, ঝরনার ভাষা
পাখির ভাষা...
দাবানলে জ্বলে ওঠা গাছেদের আর্তচিৎকার... 
চৌচির মাটির হাহাকার

এসবই হয়ে উঠল তার ভাষা 

কবি হতে চেয়ে তারপর
এক বসন্তে সে নিজেই কবিতা হয়ে গেল।

বিতস্তা ঘোষাল। কলকাতা
(বিতস্তা ঘোষাল-ভাষা সংসদের কর্নধার, অনুবাদ পত্রিকার সম্পাদক, কবি, প্রাবন্ধিক, কথা সাহিত্যিক, অনুবাদক।)