কলংকের দাগ - দেওয়ান সেলিম চৌধুরী
সৃজন করিয়া দু’হাত ভরিয়া, বিপুল বিশ্বখানি
দিলে প্রাণ, দিলে প্রেম, যত কিছু সব আনি।
তোমার সৃষ্টির বিচক্ষণতায়, জগৎ দিশেহারা
যা কিছু দিয়েছ সব সুন্দর, শুধু ধর্মের হিসাব ছাড়া।
তুমি গড়িলে তোমার বিশ্ব, একা একা, সীমাহীন সুন্দর
শুধু ধর্ম আনিতে মানুষের কাছে, কেন মাগো তুমি বর?
কেন তুমি করিলে এলান, যারা দেবে প্রাণ, ধর্মের প্রয়োজনে
তাদের লাগি স্বর্গ সাজানো, আনন্দের আয়োজনে?
রক্ত গঙ্গা না যদি বহে, তবে কি ধর্ম অহেতুক,
যেন রক্তের মাঝেই খুঁজিয়া বেড়াও স্বার্থকতার সুখ?
যতটা ধর্ম আনিয়াছ তুমি, মানুষকে সাথে নিয়ে
মানুষ পেয়েছে সীমাহীন শক্তি, লড়েছে জীবন দিয়ে।
যে যত পারে বিধর্মী মারে, তোমার চোখেও ঠিক
তাদের লাগি তোমার স্বর্গ, খোলা রাখ চারিদিক।
তুমি একা কেন নিলেনা ভার, পৃথিবীতে ধর্ম আনার
মানুষের লাগি ও সহজ হতো, সঠিক সত্য জানার।
বেঁচে যেতো কত প্রাণ, কত রক্ত, কত অনাচার
তোমার কারণে সব হারালো বিধর্মী পরিবার
হয়ত মৃত্যুমুখেও গালি দিয়ে গেছে, ধর্মকে বার বার।
ধর্মে, ধর্মে, মানুষে, মানুষে, কেন করো তুমি ভাগ
সৃষ্টির সৌন্দর্য্যটুকু ম্লান করে, কলংকের দাগ?
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
09-05-2025
-
-