বর্ষা এলেবর্ষা এলে প্রকৃতি নাচেবৃষ্টিমাখা রঙেবর্ষা এলে শীতল বাতাসসাজে নতুন ঢঙে। বর্ষা এলে নদী-নালা পানিতে থৈ থৈবর্ষা এলে খালেবিলেব্যাঙের হৈচৈ। বর্ষা এলে প্রকৃতিজুড়েবৃষ্টি করে খেলা বর্ষা এলে পাল উড়িয়ে চলে নৌকার মেলা।বৃষ্টিমাখা বর্ষাবর্ষাজুড়ে বৃষ্টি নামেআহারে কি রুপঘন বৃষ্টির ছোঁয়া পেয়েপ্রকৃতি যেন চুপ। অঝোর ধারায় বৃষ্টি ঝরেবর্ষা সদা হাসেবৃষ্টি ভিজে খেয়া মাঝিনৌকা নিয়ে ভাসে। ভরা গাঙে বৃষ্টি ফোটা আহারে কি হাসিবৃষ্টিমাখা বর্ষা দেখেকদম বাজায় বাঁশি।নৌকার পালআষাঢ় শ্রাবণ বর্ষাকালেউড়ে নৌকার পালকমল হাতে ধরে রাখেমাঝি-মাল্লা হাল ।পাল উড়িয়ে চলে মাঝিভাটিয়ালী গানেদুর দুরান্তে নৌকা চলেদোলা লাগে প্রাণে।পাল উড়িয়ে মাঝি-মাল্লামুর্শিদী গান গায়সারি সারি নৌকা নিয়েপাল উড়িয়ে যায়। বৃষ্টি ও বর্ষাআষাঢ় এলে বৃষ্টি ঝরেগাঙে আসে জোয়ারঘন বৃষ্টির ছোঁয়া পেয়েখোলে বর্ষার দুয়ার। বর্ষা আসে বৃষ্টি নিয়েনদীর বুকে জলঘন বৃষ্টির খেলা চলেবর্ষা ছলছল। শীতল হাওয়া ভেসে চলেসাদা মেঘের মেলাবর্ষা দিনে বৃষ্টি চলেভাসিয়ে রুপের ভেলা।কদম হাসেকদম হাসে বর্ষাজুড়েবৃষ্টি করে আড়িপাপড়িগুলো জ্বলে ভাসেদৃশ্যটা বেশ ভারী। কিশোর তরুণ কদম পাড়েমনে খুশির রংনববধূ অবাক চোখেদেখে রঙিন ঢং। মেঘের ডাকে হেলে দুলেখি খি করে হাসেপাপড়িগুলো জ্বলে ভিজেপড়ে সবুজ ঘাসে।আলাউদ্দিন হোসেন। পাবনা
Ashram Bengali Magazine, Ottawa