অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আলাউদ্দিন হোসেন'র একগুচ্ছ ছড়া

বর্ষা এলে
র্ষা এলে প্রকৃতি নাচে
বৃষ্টিমাখা রঙে
বর্ষা এলে শীতল বাতাস
সাজে নতুন ঢঙে। 

বর্ষা এলে নদী-নালা  
পানিতে থৈ থৈ
বর্ষা এলে খালেবিলে
ব্যাঙের হৈচৈ। 

বর্ষা এলে প্রকৃতিজুড়ে
বৃষ্টি করে খেলা  
বর্ষা এলে পাল উড়িয়ে  
চলে নৌকার মেলা।

বৃষ্টিমাখা বর্ষা
র্ষাজুড়ে বৃষ্টি নামে
আহারে কি রুপ
ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে
প্রকৃতি যেন চুপ। 

অঝোর ধারায় বৃষ্টি ঝরে
বর্ষা সদা হাসে
বৃষ্টি ভিজে খেয়া মাঝি
নৌকা নিয়ে ভাসে। 

ভরা গাঙে বৃষ্টি ফোটা  
আহারে কি হাসি
বৃষ্টিমাখা বর্ষা দেখে
কদম বাজায় বাঁশি।

নৌকার পাল
ষাঢ় শ্রাবণ বর্ষাকালে
উড়ে নৌকার পাল
কমল হাতে ধরে রাখে
মাঝি-মাল্লা হাল ।

পাল উড়িয়ে চলে মাঝি
ভাটিয়ালী গানে
দুর দুরান্তে নৌকা চলে
দোলা লাগে প্রাণে।

পাল উড়িয়ে মাঝি-মাল্লা
মুর্শিদী গান গায়
সারি সারি নৌকা নিয়ে
পাল উড়িয়ে যায়।

বৃষ্টি ও বর্ষা
ষাঢ় এলে বৃষ্টি ঝরে
গাঙে আসে জোয়ার
ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে
খোলে বর্ষার দুয়ার। 

বর্ষা আসে বৃষ্টি নিয়ে
নদীর বুকে জল
ঘন বৃষ্টির খেলা চলে
বর্ষা ছলছল। 

শীতল হাওয়া ভেসে চলে
সাদা মেঘের মেলা
বর্ষা দিনে বৃষ্টি চলে
ভাসিয়ে রুপের ভেলা।

কদম হাসে
দম হাসে বর্ষাজুড়ে
বৃষ্টি করে আড়ি
পাপড়িগুলো জ্বলে ভাসে
দৃশ্যটা বেশ ভারী। 

কিশোর তরুণ কদম পাড়ে
মনে খুশির রং
নববধূ অবাক চোখে
দেখে রঙিন ঢং। 

মেঘের ডাকে হেলে দুলে
খি খি করে হাসে
পাপড়িগুলো জ্বলে ভিজে
পড়ে সবুজ ঘাসে।

আলাউদ্দিন হোসেন। পাবনা