চম্পূ - প্রশান্ত সান্যাল
শরৎ বাবু,
অনেক তো হলো, এই গল্প, উপন্যাস, কাব্য
এইবার অন্যকিছু হোক।
অনেক তো দেখলাম সাধারণকে কেমন;
অসাধারণ করে তোমার উপস্থাপন,
যা আমাকে বারবারই করেছে অবাক।
ইতিকথাতেও তো অনেক চিঠি পেয়েছ,
কত ভালোবাসার মানুষের সামনে,
অন্যের কথা শুনিয়েছ।
এই তো কিছুদিন আগে "অসাধারণ মেয়ে"
তাতেও তার কম কষ্ট উপস্থাপন করোনি!
সে-তো তোমার কলমের মুখে ফুল চন্দনেও
আশীর্বাদ করেছে।
দিন কি যাবে বলো এমনি?
নরেশ সেন এর সেই অবহেলা,
ভালোবাসার মানুষগুলোর বুক কেন করো ফালাফালা?
মালতীর মতো এমন কাব্যিক অসাধারণ করে,
ক'জনের কাছে ধরা পড়ে।
তুমি তো মহান, ঈশ্বরের মতো নয় কৃপন,
সুখের পরিমাণ দাও নাহ বাড়িয়ে,
যেন ছন্নছাড়া হয়ে করতে হয় নাহ তোয়া।
জানো, শরৎ বাবু,
আজ লেখকের কমতি নেই,
কমতি তো কেবল সাধারণকে,
অসাধারণ ভাবে উপস্থাপন করার।
লেখনিরা অল্পতেই হয়ে ওঠে মহিয়সী,
দাও নাহ-
দাও নাহ আমাকেও একটু ঐ কলমের ছোয়া।
প্রশান্ত সান্যাল
নওগাঁ সদর, রাজশাহী
-
ছড়া ও কবিতা
-
03-08-2020
-
-