ধুপের আগুন যায় না দেখা থাকে শুধু ধোঁয়াগন্ধ নেই অন্তর পোড়ায় থাকে শুধু জ্বালাধুপের আগুন লাগিয়ে দিলে এই মনেসেই আগুন জ্বলছে নিশিদিন এই প্রাণে।বনে বনে দাবানল নাচে তালে তালেপুড়ে কত স্বপ্ন সবুজের ডালে ডালেআকাশের নক্ষত্রগুলো অবাক চেয়ে রয়কোথাকার পাগলা হাওয়া উজান ধেয়ে বয়।দেবদাসের মত ঢালিনী শরাবের জলপ্রেমানল বুকে কত জ্বলতে পারিস জ্বলহেরিলাম পোড়া চোখে তোমার যত ছলসেই যাতনায় এই বুকে ফুটে রক্তকমল।আমি তো নির্বাক পৃথিবীর আবহসয়ে যাই কোটি চৈত্রের দাবদাহমরুর ধূসর অন্ধকার ধূলিঝড়ের উৎপাতজ্বলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত।শ্রাবণের মেঘগুলো ঝরে পরে কান্নায়পাহাড়ের বিরহ কবিতা দেখেছি ঝর্ণায়তুমি তো দেখেছ জ্যোৎস্নার রং কত মধুময়আমি দেখেছি কত বেদনায় ভরা শশীর ক্ষয়।এম.হুমায়ুন কবির। নাটোর
Ashram Bengali Magazine, Ottawa