আমি সিঁড়িতুমি জীবনের ছাদে উঠেছআমার বুকের উপর দিয়ে।কোন দিন কোন কিছু বলিনিকেননা তোমাকে ছাদে উঠাবার জন্যই তো আমার জন্ম।তুমি যখন হিল পায়ে দিয়ে গম গম শব্দেআমার বুকের উপর দিয়ে হেঁটে যাওহিলের আঘাতে হৃদয়ে রক্ত ক্ষরণ হলেওআনন্দে বুক ভরে যায় এই ভেবে যেআমি পেরেছি তোমাকে উপরে উঠাতে।অথচ তুমি জীবনে ছাদে উঠার পর আমাকে মনে করেছ নির্জীব পদার্থ।কি বুঝে জীবনের হিসেব নিকেশতুমি মনে রাখবে প্রতিটি মাপক যন্ত্রই কিন্তু নির্জীব পদার্থ।আর তারা প্রতিটি হিসেব নির্ভুল করে দেয়।তাই আমি নির্জীব বস্তু হলেওস্মৃতির পাতায় সকল হিসেব নির্ভুল ভাবে সঞ্চিত আছে।এখনও মেরামত হয়নি হৃদয়ের ক্ষতএকমাত্র তুমিই পারবে তা মেরামত করতেকিন্তু আমি জানি তা তুমি করবে নাকারণ তুমি ভুল করে ফেলেছ জীবনের হিসেবতোমাকে সব কিছুই নতুন লাগে অচেনা মানুষ গুলিকে ভেবেছ জীবনের আশ্রয়স্থল।হটাৎ অচেনা ঝড় এসে তোমাকে উপড়ে ফেলতে চাইলেআমিই তোমাকে আমার বুকের উপর দিয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিব নিরাপদ ঘরে।তুমি বার বার মিলাও জীবনের সকল হিসাবখুঁজে বের কর জীবনের অংকের ভুলমেরামত কর জীবনের সকল ক্ষতহিসাব মিলিয়ে দেখসিঁড়ি ছাড়া জীবনের ছাদে উঠা একে বারেই অসম্ভব।মোহাম্মদ আবদুর রহমান। মালদা
Ashram Bengali Magazine, Ottawa