সাত রঙ - ফরিদ তালুকদার
ধরে নাও আজ সেই দিন
যদি নিস্তব্ধতা হরণ করে নেয় সবটুকু এই বোধ আর বিবেকের আস্তরণ,
যদি অস্থি মাংসের এই আবরণের নীচে এক কঙ্কাল ই হয় সর্বস্ব সাধারণ,
তবুও ধরে নাও আজ সেই দিন।
পৃথিবী পৃষ্ঠে জীব ও জড়ের তফাতে কতোটুকু বদলায় আকাশের রং?
প্রতিদিন পদদলিত হয়ে একটি সবুজ ঘাসের মরন পণ লড়াই, ব্যার্থ প্রতিরোধ
তবুও তো রাতভর শিশিরের গুঞ্জনে ভেসে যায় তার মমতার চোখ
রুক্ষ এই মনোভূমিতে বিলিয়ে যায় অনাবিল প্রশান্তি
আমাদের জীবনের গল্প গুলো তো সব একই সূত্রে বাঁধা!
প্রতিশ্রুতি ভাঙা প্রতিটি উজ্জ্বল ভোর হারিয়ে যায় এক দুপুর বিষণ্নতায়
সুসজ্জিত প্রচ্ছদের নীচে বহমান অতি আগ্রাসন তৃষ্ণার কালো স্রোত
দূর পাহাড়ের ওপারে জলমগ্নতায় ডুবে যাওয়া একেকটি দিনের দীর্ঘশ্বাস…
এ সব ই তো এখন, আতংকিত সময়ের পিঠে সওয়ার…
বোধহীন জড়াগ্রস্ত এই পৃথিবীর নৈমিত্তিক গল্প
বুর্জোয়া আর বেনিয়ার বাচ্চাদের চাষে বেড়ে ওঠা এই সভ্যতায়,
সবকিছুরই মূল্যস্ফিতি হয়
শুধু একই জায়গায় পড়ে থাকে রহিমুদ্দির গতর ভাঙা শ্রম আর
ক্ষুধার হাটে বেচে দেয়া পারুল বিবির শেষ সম্ভ্রমের দাম
প্রদোষকালের বাতাসের ভাঁজে মাথা গুঁজে প্রতিদিন,
মহাকালের পথ ধরে ভাষাহীন কোটি আর্তনাদ
অস্তিত্বের অবনমনে আঁধারের পথ চেয়ে মুক্তি খোঁজে পানকৌড়ির বিকেল!
এই সভ্যতা শ্বেত মর্মরের সৌকর্যে তাজমহল গড়ে তুলতে পারে
কিন্তু সত্যিকারের ভালোবাসার নুড়ি দিয়ে পৃথিবী গড়তে পারেনা!
আর কতো আমাদের এই শৃঙ্খল?
আমাদের ভাবনার সীমারেখায় টেনে দেয়া আজন্ম এই দেয়াল?
এ পৃথিবীতে কেড়ে নেয়ার ভাষা বর্বরতা নয়
পারমানবিক বোমার বিস্ফোরণ, ড্রোন দিয়ে হত্যা বর্বরতা নয়
স্বাধিকারের কথা বলতে যাওয়াই বর্বরতা
একটি সুন্দর বিকেলের কার্নিশে হেলান দিয়ে
নির্বিঘ্ন এক পৃথিবীর স্বপ্ন দেখাই বর্বরতা…!?
যদি আবারও ঘটে অগ্নুৎপাত, পম্পেই এর মতো ভস্ম হয় নগরী
যদি খেয়ালি উন্মাদ হায়েনাদের অঙ্গুলি নির্দেশে
আবারও ঘটে পারমাণবিক বিস্ফোরণ,
জন্ম হয় অগুনিত হিরোশিমা নাগাসাকির…
তবুও ধরে নাও আজ সেই দিন…
ক্ষুদ্র এই জীবনের চেয়েও দীর্ঘ,
আমাদের মস্তিষ্কে চাপিয়ে দেয়া বিভীষিকার একেকটি রজনী
আর কতো…?
আজ না হয় হোক সেই দিন, একদিন…
কিছু নিয়ম হোক অনিয়ম, কিছু সামাজিক হোক অসামাজিক,
যতোই তীক্ষ্ণ হোক অবহেলা, অবজ্ঞা, অচ্ছুত দৃষ্টির বিষাক্ত তীর,
কতোটুকু ক্ষমতা তার বিদ্ধ করতে ভালোবাসার অসীম আকাশ…?
ক্ষুদ্র ঘাস ফুলের সূর্য দর্শনের মতো
আমাদের ভালোবাসাকে আজ উন্মুক্ত করে দিবো মুক্তির রৌদ্র স্নানে
জীবনের ঘ্রাণে মেখে নেবো হেমন্তের ভরা ক্ষেত,
ঘাস ফড়িংয়ের স্বাধীন ডানার ওড়াউড়ি…
আজ হোক সেই দিন, যেদিন…
এক আকাশ মেঘকে ডেকে এনে
অনর্গল আমরা ঝরাব সঞ্চিত বুকের রুদ্ধ শ্রাবণ
ধুয়ে ফেলে অগুনিত কালো রাতের ইতিহাস, অতঃপর…
হৃদয়ের সাত রঙ মেলে মেতে উঠবো বৃষ্টি মৈথুনের খেলায়…!
আখ্যায়িত করুক যে কেউ আমাদের আদিম বর্বর
কি আসে যায়…?
তবু আজই হোক সেই দিন…
বিশ্বাসী এই বুকে বুক রেখে প্রিয়তমা…!!
ফরিদ তালুকদার
টরোন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
12-09-2020
-
-