অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শিকড় - পারমিতা ভট্টাচার্য

মাদের গল্পগুলো শুরু হয়
শিকড়ের নিপুনতম পরিচর্চায় মাখামাখি হয়ে.....
প্রতিটি শিকড়ে নিহিত থাকে অমোঘ মায়া
সেই আধো মায়ার ছায়ায় আমাদের জীবন
গুটিসুটি মুখবন্ধ শামুকের মতো
মুখ লুকিয়ে সুখ খোঁজে......

আমার গ্রাম,আমার উলুটি করা ঘর
গোলা দেওয়া উঠোনের কিছু ধুলো,একটা আধভাঙ্গা
ফুটো সিলভারের বাটিতে কাত করে রাখি দারিদ্র,
পুকুরে বাসন ধোয়া ভিজে আঁচলের খুঁটে
বাঁধা সুখ,কচি ধানের দুধে ভেসে যাওয়া পূর্ণিমা
এসবই আমার অস্তিত্বের শিকড়.......

বহুতলের মেপে হাসি,মেপে জল খরচের দুনিয়ায়
মাঝ বয়সী মানুষ স্বপ্নে শিকড়ের সন্ধান করে,
কেঁদে ওঠে শিশুর মতো......
আমার এখন একটাও নিকানো উঠোন নেই,
উঠোনে চাটাই নেই,সেই চাটাইয়ে নিশ্চিন্ত ঘুম নেই
পেটে কোনো খিদে নেই,খিদের জ্বালার অনন্য উপস্থিতিতে খুদ কুঁড়ো ...... লাক্স সাবাবের গন্ধে কবেই মিলিয়ে গেছে......

শিকড় ছাড়া কি মানুষ বাঁচে???
ঠান্ডা ঘরে কি থাকে দখিনা বাতাসের অনাহুত ঝাপট?
জীবনে একটা খোলা জানালা দরকার
আমি বেঁচে আছি এটা বুঝবো নাহলে কেমন করে?
কাঠের উনুনের দেহ থেকে উত্তাপ চলে গেছে
আঁচলের ধুলো মিশে যাচ্ছে কংক্রিটের ফুসফুসে
আর আমরা জীবন মিশিয়ে দিচ্ছি ইনহেলরে......

শেষ অবধি তোমার আমার একটা শিকড় থাকুক
তবে ঝড় বুঝবো!!টান বুঝবো!!
আমাকেও কেউ ভালোবাসে,আমার জন্যও কেউ অপেক্ষা করে এখনও.…...
জীবনে অপেক্ষা না থাকলে,
ছাইদানি হয়ে ওঠে আমাদের গল্পগুলোও
কুপির আলোয় দেখি সাদা কালো জীবনে
সুখ আর দুঃখ পাশাপাশি বসে হৃদ্যতা বিনিময় করে

শিকড় বিছিয়ে গেলে,কখন যেন
যোগীর মনসিজে ব্রম্ভকমল হয়ে আত্ম বিশ্লেষণে মগ্ন হই.........
একদন্ড খুঁটে খাওয়া শালিকের সুখ দেখবো বলে......


পারমিতা ভট্টাচার্য
হুগলী, পশ্চিমবঙ্গ 

কবি পরিচিতি:-
পারমিতা ভট্টাচার্য মূলত একজন কবি।1981 সালে হুগলী জেলার চাঁদবাটি নামক গ্রামে তার জন্ম।ছেলেবেলা তার গ্রামেই অতিবাহিত হয়।পড়াশোনাও সেই গ্রামের স্কুলে।তিনি মর্ডান হিস্ট্রিতে এম.এ করেছেন।লেখার নেশা তার ছোট থেকেই।বহু পত্র-পত্রিকায় সেই লেখা প্রকাশ পেয়েছে এবং পাচ্ছে।অনেক ওয়েবজিনের সাথেও তিনি সাহিত্য চর্চা করে চলেছেন নিরন্তরভাবে।এবারের বইমেলাতেও "কাব্য বত্রিশের মালা" এবং "স্বপ্ন ছুঁয়ে যাই" নামে তার দুটি বই প্রকাশ পেয়েছে। এছাড়া "জোনাকি"নামক একটি বইয়ের সম্পাদনাও করেছেন তিনি। "ময়ূরাক্ষী" নামক একটি পত্রিকার সহ সম্পাদক রূপেও নিয়োজিত আছেন