অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
দু’টি কবিতা - ঝন্টু চন্দ্র ওঝা

নিসর্গপ্রীতি
প্রকৃতির সান্ন্যিধ্যে আমরা সর্বদা হারিয়ে যাই
হারিয়ে যাই পাহাড় নদী ও গহীন অরণ্যে 
কখনোবা বিস্তীর্ণ জলরাশির অতল তলদেশে
হারিয়ে যাই, যেখানে পাহাড়ভাঙা খড়স্রোত 
সুনামীর গতিতে নিরন্তর নৃত্য করে;
যেখানে হাঙর আর তিমি এক হয়ে অহর্নিশ ছুটে চলে,
গগনের শশী-তারকার আলোর ঝলকে 
যেখানে ঢেউয়ের চূড়ায় পরীরা নিশীথে খেলা করে-
সেখানে হারিয়ে যাই আমরা
মনের অজান্তে।

নিজেদের যত গ্লানি, সব সাফ হয়ে যাক
হৃদয়ের সব মলিনতা ধুয়ে-মুছে যাক
সুনির্মল সে বারিধারায়; 
যেন প্রকৃতির নিবিড় ছোঁয়ায় 
সবাই গ্লানিমুক্ত মানুষ হতে পারি।

উৎকণ্ঠা
বিতার ভাষা যদি চিরঞ্জীব কবিকে
না করে চিরস্বপ্রকাশ
চিরাগত কবিত্বশক্তি খসে পড়ে যাবে
গ্লেয় হয়ে যাবে সুধারস।

ব্যথিত হৃদয়ে কবি
তিমির কান্তারে হবে স্বেচ্ছা বনবাস।
বিমনস্ক কবিত্ব বাণী মুছে যাবে
কবির অতল অন্তর হতে;
মুছে যাবে চিরতরে
কবির সব অভিলাষ।

ঝন্টু চন্দ্র ওঝা
ঢাকা, বাংলাদেশ