অটোয়া, সোমবার ৭ জুলাই, ২০২৫
জাত বচন - কাজী মাসুদ

জাত-জাত করে মরি জাতি ঘরে
জাতের নাই-গো শেষ,
জাতের আধারে তিক্ত আঁধারে
রচেছি দুঃখ ক্লেশ।
হায়রে মানুষ! গড়িছে ফানুস!
জাতের রঙ্গ ভূষণে,
জাতের যাতনে দুঃখীতে মননে
আসে নাই কেহ ভুবনে।
স্রষ্টা নহে ভেদিতে কহে
মানুষই ভেদিছে জাত,
বেদ পুরাণে যবুর কুরানে
সাম্যই মর্ম বাদ।
জাতের শর্তে আসেনা মর্ত্যে
বহেনা মনুষ্য ধারা,
মানুষে-মানুষে প্রেমার্ত মানসে
স্রষ্টাই আত্মহারা।
হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
এ নহে জাতের গান,
মানুষের তরে প্রেমী অকাতরে
মানুষই জাত মান।
সকল ধর্ম পুজিছে কর্ম
সত্যম সুন্দরম,
বংশ কভু যাচেনা প্রভু
অহিংস মম উত্তম।
হায়রে মানুষ! রিপুতে বেহুঁশ!
জপ হে, সত্য চেতনে,
রিপুর বাসনা ডাকিছে বেদনা
ধ্বসিবে জীবন মরনে।
এসো হে বন্ধু উজানে সিন্ধু
ভাসিছে প্রেমের ভেলা,
তোমাতে-আমাতে রচিব জগতে
রাঙাবো স্বর্গ বেলা।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
বাংলাদেশ।