বিবেকের বিকৃতি - জাহিদ হাসান
বড় বিস্ময়কর এই জীবন!
কখন কি আসে কি চলে যায়
সব যেন কেমন একটা নীরব নিয়ম মেনে চলে,
সংবিধান যেন তটিনীর আবেগে সৃজিত তরঙ্গ ন্যায়।
অস্থির কল্পে বিরতিহীন গন্তব্যে পৌঁছার এক তীব্র প্রতিযোগিতা
বেলার দিকে কোনো খেয়াল নেই কারো
লক্ষ্য নেই নিজেকে ঘিরে রাখা সব আয়োজনে,যার প্রতিটি অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অস্তিত্ব,
চাই,আমি আরও চাই,সুখ শান্তি ভালবাসা ধন সম্পদ.....ছুটে চলার স্থির বাক্য।
কোথায় হারিয়ে যাচ্ছে কোথায় নতুন রূপ নিচ্ছে থমকে আছে নাকি আবার চলার ইচ্ছা হতাশায় সব, সব অজানা।
আসলে কি জীবন এমনি হয়?
এইত সেদিনের কথা,
মনে হয় এক বসন্তের দর্শনার্থী ছিলাম,
শত সহস্র পুষ্প লতাপাতা আর অনিলে মেশা তাদের সুবাস আমার ইন্দ্রিয় গুলোর সক্রিয়তার প্রভাবক ছিলো,
সন্ধ্যার গোধূলির রঙ আমার চোখের নব রূপ ছিল, আমাকে দেখাতো অদেখা অথবা আধো দেখায় অপেক্ষারত মনের বাসনার সে কল্পমূর্তি, নির্বাক চিত্তে অনিমেষ চোখে মেটাতাম সে অপেক্ষার তৃষ্ণা।
স্বপ্ন পাতায় গভীর মৌনতায় চোখ বুলাতাম শ্রান্ততার ইঙ্গিত যুক্ত দীর্ঘ শ্বাসে,
ভাবতাম এইতো নাগাল হয়তো পেয়েই গেলাম,বাস্তবতা যে বড় বিস্ময়কর!
কি মায়াবি কথা স্নিগ্ধ চাহুনি হৃদয় রাঙ্গানো হাসি আর ভালবাসাইনা থাকে প্রকাশ্যে
অথচ অন্তরালে অন্যমনস্ক বিপরীত চিন্তা
অন্য ভুষণে অস্তিত্ব ঢেকে রাখার তীব্র ইচ্ছা।
স্বপ্ন নয় তার এক, ভাবনা প্রকৃতি রূপ,
বিশ্বাস স্বপ্ন আর বাহিরে দৃশ্যমান রূপ ভাঙ্গার নেই বিন্দুমাত্র দ্বিধা,
স্থির দৃষ্টি অগোছালো অর্জনে।
ধিক শত ধিক সে কল্পধারিকে।
আদৌ কি তা পৃথিবীর বদল?
না,বিবেকের বিকৃতি আর মনুষ্যত্বের বিবর্তন।
জাহিদ হাসান
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-01-2021
-
-