অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
তাজুল মারুফ-এর দু’টি কবিতা

শিশিরের শাদা গন্ধ
লুদ খামের রক্তে ভরা নির্ঘুম জোনাক বলে-
শিশিরের শাদা গন্ধ ছুঁয়ে গেছে আমায়।
নিঃশব্দ কুহুকর্ণের যে জলতরঙ্গ-
তার পিঠে সওয়ার মধ্যগগন,গোপন অভিসারে 
প্রেমিকার দেহস্নান। বুঁদ হয়ে তুমি পুরুষ?
যে বাঁশির ভরা যৌবন আর পূর্ণ স্বাদ-
সমস্ত গোধূলির আর্তনাদ পেয়েছি আমরা
সেই অরুণ শিখায় জ্বলো প্রদীপ।
সন্ধ্যার নিয়ন ছাদ গেয়ে গেছে জোছনার।
সে আমাদের সাক্রাইন ধ্বনি তুলে-
শিশিরের শাদা গন্ধ ছুঁয়ে গেছে আমায়।

একদিন তসলিমা
কদিন আলো ফুটবে,
অন্ধকার ডিঙিয়ে আলোকে ফুটতে হয়।
একদিন জোছনা নয়-
অরুণ রঙের ঝকঝকে সোনালি রোদ্দুর;
বুকে চাপা কষ্টের রাত্তির ভেদে-
সূর্য হয়ে ফুটবে।
একদিন ঘন মেঘের নির্মম অন্ধকার
বুক চাপড়ে বিলাপ শেষে-
তসলিমার ব্যবহৃত বই,পোষা মিনি,জামা,জুতো
আর বালিশের ক্রন্দনকে সোহাগ দেবে।
একদিন গঙ্গারিডাই দেখবে-
বিংশ আর একবিংশের কালো কুয়াশার
মাটিচাপা শেষ চিহ্ন নেই।
সেদিন সেই শতাব্দী হবে তসলিমার।

তাজুল মারুফ
ঢাকা, বাংলাদেশ