অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শাকিল কালাম এর দু'টি কবিতা

এ তোমার কেমন যাওয়া 
তোমার কেমন যাওয়া - বলা নেই কওয়া নেই,
হুটহাট চলে গেলে, কেনো চলে গেলে?
কিছুই বললে না। এত্তোটুকুনো জানতে পারিনি।

এ পৃথিবীতে এক ধরণের লোক আছে 
দুঃখকে জিইয়ে রেখে সুখ পায়।
অধিকার, দাবি, টান, ভালোবাসা-মায়ামমতা
সবই তাদের কাছে তুচ্ছ; মূল্যহীন এক বিষয়
এ কেমন বৈচিত্র্যময় জীবন-যাপন।
অভিমান করে চলে গেছো তুমি।
আমার ইচ্ছের এক পয়সারও দাম নেই
এটা বুঝতে আমার অনেক কালক্ষেপণ।

তোমাকে পেতে না পেতেই হারিয়ে গেলে
কোনো এক স্বপ্নপুরীর মায়াবী বনে!

এখন আমি তোমার স্মৃতি, নরোম স্পর্শ, কবোষ্ণ শ্বাস-প্রশ্বাস
অপলক চাহনি; পলেপলে, অনুক্ষণে অনুভব করি।
তোমার অন্তহীন  সীমানায় আমার প্রবেশাধিকার নিষিদ্ধ করেছো!

পরকীয়া 
পাখির ডানায় ভর করে এসেছিলো;
শেষ বিকেলের সোনালি আলো।
লাস্য নিয়ে তুমি হারিয়ে যাও শাড়ির রহস্যে
পর-পুরুষের গন্ধ মাখো সারা শরীরে সদাহাস্যে।

একদিন আমিও প্রিয় ফুলের চাষ করেছিলাম
ভালোবাসার বিনিসূতোর মালা পরেছিলাম।
তখন তুমিও ছিলে কিশোরী, কাঁচা বয়েস-নারী
বাহারি শাড়ির প্রতিযোগিতা চলতো ভারি। 

এখন তুমি চলে গেছো অনেক দূরে যোজন যোজন
আজো কী আমার কাছে, তোমার আছে প্রয়োজন?
আমি ছাড়া এতোটা চমৎকার হতে পারতে তুমি!
নষ্ট জোসনার উন্মাতাল হাওয়ায় হতো না চুমোচুমি। 

শাকিল কালাম। ঢাকা, বাংলাদেশ