অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বিজয়িনী হে মোর - এম এ ওয়াজেদ

(উৎসর্গ: ভাষা শহীদদের প্রতি)

হে মহাকাল চির ধাবমান আমার অভিযোগের উত্তর-
দিবে কি? শূন্যতার বাষ্পশিখা উড়ে যায় আকাশে
দৃষ্টিসীমার বাইরে, যায়না দেখা অতি সত্তর--
যৌবনের উচ্ছ্বাস থেমে যায় মনে হয় বিবর্ণ ফ্যাকাশে 

তার সমগ্র প্রকাশ৷ কত ছলাকলা কত গুরু গম্ভীর ঘোষণা
মৃত্যুকাফনে পেরেক ঠুকেছি কার্জন হলের ঔ উৎসবে-
যে শেরয়ানী তাজপরিয়ে উর্দুকে করতেচেয়েছিল অনন্যা
সাধ কি করেছে পূরণ? আর বাংলা মা আজ গৌরবে

মাথা তুলে দাঁড়িয়েছে; বিরল ইতিহাসের স্বার্থক জন্মদাত্রী
অভিশাপের প্রসন্ন প্রহর মাড়িয়ে এগিয়ে যায় সামনে
নবজাতককে তুলে নেয় ক্রোড়ে,আদরে চুমু খায় ধাত্রী
গরবিনী বীরপ্রসু; বিশ্বভাষার দরবারে বিজয়িনীর আসনে

বসে পড়ে;সকলে সম্মতি জানায় অনেক দিন পর
প্রাপ্যটুকু খুঁজে পায় অভাগিনী,তারপর অবশেষে
ইউনেস্কোর সকল সদস্য ২০০০ সতেরই নভেম্বর
সিদ্ধান্ত নেয়,গোটা বিশ্বে পালিত হবে অমর একুশে৷৷

এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি, 
নওগাঁ সদর, নওগাঁ