অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
এক -একুশ : চন্দন বর্মন

মি শতবর্ষী পানে, দিনে দিনে 
২১ পেরিয়ছি বহুদিন হলো
প্রতি মুহুর্তে প্রতি ক্ষনে
আমি শতবর্ষীর পানে।
তেজ্যদীপ্ত আমি জেগে উঠি 
আজ এই দিনে
প্রতিদিনের মায়ের ভাষা 
আজ এই দিনে, নাড়ীতে টানে,
আমি আবার অবাধ্য ২১ হয়ে উঠি
মায়ের ভাষার গানে।

আমার আবেগ আবার ৫০দশকের
এই দিনে ফিরে যায়
গড়ে শহীদ মিনার মাঠে ঘাটে 
গড়ে মন্দির এক, পুষ্প অর্ঘ্য দানে
ভাষা শহীদের বলিদানে।

এক একুশ দিয়েছিল প্রাণ
করুণ মায়ের মুখের পানে চেয়ে
হাজার একুশ গায় জয়গান 
এক মায়ের টানে, এক স্লোগানে
"রাষ্ট্রভাষা বাংলার চাই-মায়ের ভাষার
বাংলার এক রাষ্ট্র চাই-বিজয় গাঁথার"
আমি শতবর্ষীর পানে, দিনে দিনে।

রাখিতে বাংলার মান
কদাপি পড়ে যদি নাড়ীতে টান
আমি আবার অবাধ্য ২১ হয়ে উঠি 
বাংলার আবেগে, জাগি বিবেকে 
প্রজন্ম প্রজন্মান্তরে,
রচি উনসত্তর, একাত্তরের মহাকাব্য এক,
করি অম্লান, মহান বাঙালির বিজয়গান।

জানেন তো, 
আমি শতবর্ষীর পানে, দিনে দিনে।

চন্দন বর্মন
দিনাজপুর, বাংলাদেশ