সে যখন এলো - রহমান মাজিদ
মধ্য কার্তিক থেকে
একটা অশরীরী আত্মা কি না জানিনা
তার সারা দেহে খেজুরের কাঁটা খাড়া করে পুঁতে রাখা
সজারুও হতে পারে,
গলির ধারে, পথের মোড়ে কিংবা প্রান্তর বিচরণে
হুল ফুটিয়ে যাচ্ছে আমাকে আপনাকে ও তোমাকে
এইতো সেদিন, সমাগত প্রত্যুষে
ভাবনার বোঁটা থেকে স্বপ্নের কুঁড়িগুলো কেড়ে
ডুম ডুম করে কেটে, করাতকলে চিরে
শুকোতে দিল রোদে, ভয়ে ফ্যাকাশে সূর্যের মুখ
আঁধারের পর্দায় ঢেকে যাওয়া রাতে
কিংবা বরফ আচ্ছাদিত আগত ভোরে
লেপের দরজা ভেঙ্গে হামলে পড়েছিল বাংলাদেশে
মত্ত হাতির উন্মাদনায় তছনছ করে গেল মৌসুমি মাঠ
জীর্ণ শরীর, ও জরাগ্রস্থ সময়
মনে হলো বারুদ ভর্তি কোন ইসরায়েলিযান
ধ্বংস উম্মাদনায় ঢুকে পড়েছে আঙ্গুর বনে
ঢিল ছুঁরে তাকে প্রতিহত করার চেষ্টায় নিরত অতঃপর আমি ফিলিস্তিনের এক অনাথ শিশু।
রহমান মাজিদ। কুষ্টিয়া
-
ছড়া ও কবিতা
-
05-03-2021
-
-