জহুরুল ইসলাম এর তিনটি কবিতা
বসন্ত আগুন
আগুন ধরেছে আজ পলাশের বনে,
শিমুলের ডালে।
সারাক্ষণ অনলের শিখা
দাউ দাউ জ্বলে।
নিরন্তর-
প্রতি প্রাণে জেগে থাকে বসন্ত আগুন।
এ বসন্তের বাতাস ওঠে
পথে পথে,
মাঠের বাতাসে।
ফুল নয়,
আগুনের কণা যেন জ্বলে
রাতভর, সারাটা দিন।
ঝরা ফুল
বিবর্ণ বিকেল এসে মুছে দেয় কিছু
উজ্জ্বলতা-
জমা হয় আরো
রঙিন দিনের কিছু স্মৃতি।
বাষ্পীয় চোখে করুণ হয়ে ধরা দেয়
সব-
ফুলের ঝরা পড়া হৃদয়ে
রক্তের রঙিন নদী প্রবাহিত হয়,
আর্তচিৎকারের ধ্বনি তুলে।
কিন্তু-
রাত্রের মরণ হলে- আসে
সম্ভাবনার সকাল।
একটি পাখি
এ রাত বিরাতে,
সে- ঝরা পাতার শব্দে আসে।
এই বুকের ভিতর ঝড়ের মতোন গর্জে ওঠে
একটি পাখির নাম।
সেই পাখিটি গাছের ডালে
আগুন পোহায়,
ফাগুন হাওয়ার সাথে।
রক্তেরাঙা
আঁধার রাতের পর্দা দোলে
চোখের তারায়।
ঘুম আসেনা সে পাখিটির
বেহাগ ব্যথায়...
জহুরুল ইসলাম
পাবনা সদর, পাবনা
লেখক পরিচিতিঃ জহুরুল ইসলাম পাবনা জেলার সদর উপজেলার অন্তর্গত দাপুনিয়া ইউনিয়নের সাহাদিয়াড় গ্রামে তার মাতুলালয়ে জন্ম গ্রহন করেন। পৈত্রিক নিবাস একই ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পিতা- মোঃ ফয়েজ উদ্দীন, মাতা- জোসনা বেগম। তিনি পিতা-মাতার বড় সন্তান। শৈশব থেকেইে তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। কবিতার প্রতি তার বিশেষ দুর্বলতা থাকলেও প্রবন্ধ ও গল্পের প্রতিও তিনি অনুরাগী। এখনও তার লেখা অব্যাহত রয়েছে। স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশের পাশা -পাশি বর্তমানে তার লেখা দৈনিক জাতীয় পত্র পত্রিকা এবং সাহিত্য সাময়কিীতে প্রকাশিত হচ্ছে। তবে এখনও কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। ভবিষ্যতে তিনি একজন সত্যিকার লেখক হতে চান।
-
ছড়া ও কবিতা
-
22-03-2021
-
-