এখানে দাঁড়াও পথিক - জাহ্নবী জাইমা
এখানে দাঁড়াও পথিক,
এই সেই টুঙ্গিপাড়া।
আম কাঁঠালের বনে
সঘন ছায়ায়
হিজল তমাল জারুল পারুলের
পাতার সংসার পাতানো টুঙ্গিপাড়ায়
দু-দন্ড জিরিয়ে নাও পথিক।
এই সেই টুঙ্গিপাড়া,
এখানে জন্মেছিল
বাঙালী জাতির মহানায়ক।
নিভৃত পল্লীর বুকে বুকে
সবুজ শ্যামলে জড়িয়ে
এখানে বার বার ফিরে আসে
মার্চের সোনালী প্রহর—
বুঝি জন্মদিন চলে যায়
সূর্যোদয়ের সাথে সাথে হেঁটে হেঁটে
সূর্যাস্তের দিকে।
এখানে দাঁড়াও পথিক,
এই সেই টুঙ্গিপাড়া।
এখানে আগস্টের ভোর রাতে
গাছের কপোল বেয়ে অশ্রু ঝরে
কান্নায় ভিজে জব জব করে
তৃণের গুচ্ছ,
স্মৃতির আকাশ থেকে রক্ত বৃষ্টি
নামে
সমাধির বুকে।
এখানে সখ্যে বাড়াও হাত তারপর মাটির গভীরে
আরও গভীরে রাখো হাত
এবং স্পর্শ করো
বাংলাদেশের হৃৎপিন্ড।
এখানে দাঁড়াও পথিক,
এই সেই টুঙ্গি পাড়া।
এখানে মধুমতীর জলে-ভাসা
নৌকায় মাঝির কণ্ঠে
শোন মুগ্ধ ভাটিয়ালি
শোন সুর—
সুরধ্বনি ছড়ায় যেন
ইথারে ইথারে ।
নদীর তীরে দেখ
নিমতলা আমতলা।
অন্তর ঘষে নাও
আকন্দগাছের পাতায়।
সমাধির মাটিতে কান পেতে শোন
ছেষট্টির তীব্র উচ্চারণ —
ঊনসত্তরের তুমুল কবিতা
শোন একাত্তরের সঙ্গীত—
শোন সাতই মার্চের ভাষণ
এখানে দাঁড়াও পথিক,
এই সেই টুঙ্গিপাড়া।
এখানে ঘুমিয়ে আছেন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
মুকুটবিহীন রাখাল রাজা
আমাদের জাতির জনক।
এখানে সূর্য এসে প্রতিদিন
একটা নারিকেল গাছের মাথার উপর
থাকে দন্ডায়মান।
এখানে চন্দ্র এসে কোজাগরী রাতে
জোছনা ঢালে নীপের বনে।
বিশাল আকাশ উন্মূল হয়ে
টাঙ্গিয়ে দেয় নীল সামিয়ানা
এখানে বাতাস নিরন্তর মুখস্ত করে
গায়ক পাখি দোয়েলের
সুবর্ণ গানের স্বরলিপি।
যদি শুনতে চাও
বাঘের হুঙ্কার
তাহলে দাঁড়াও।
যদি শুনতে চাও সিংহের গর্জন—
তাহলে দাঁড়াও।
সমুদ্রের কল্লোল যদি শুনতে চাও
তাহলে দাঁড়াও।
তুমি শুনে যাও,
তুমুল বজ্র-নাদ—
শোন বজ্র-কন্ঠ—
“এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।”
এখানে দাঁড়াও পথিক,
এই সেই টুঙ্গিপাড়া।
দু-দন্ড জিরিয়ে নাও এখানে ।
শেখ মুজিবের সমাধির পাশে।
জাহ্নবী জাইমা
কবি পরিচিতি : জাহ্নবী জাইমা, চাঁপাই নবাব গঞ্জের এক সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। মা - বেগম মাহজাবীন খান বাবা - হাজী শাহ্জাহান আলী (মুক্তিযোদ্ধা) জাহুবী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। লেখেন কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী। তিনটি স্বর্ণ পদকপ্রাপ্ত লেখিকা। লেখিকা ভ্রমণ পিপাসু। দেশ-বিদেশে পঞ্চাশটি পদকে সম্মানিত হয়েছেন তিনি।
-
ছড়া ও কবিতা
-
23-03-2021
-
-