বইয়ের চুঁড়া - রিকি ঘোষ
শিক্ষার জগৎ আজ বিনোদনের অরণ্যের ন্যায়
ক্ষমতার প্রাচীর নির্মাণ করে করা হয়েছে যা সীমাবদ্ধ,
সেই সীমাবদ্ধতায় দাঁড়িয়ে রয়েছে বই দুহাতে নিয়ে
কিছু স্বপ্ন-প্রত্যাশা-আবেগ আর অর্থের স্রোত বয়ে যাওয়ার যুদ্ধ।
জ্ঞান অর্জন বোধ করে প্রভাব-ক্ষমতা টাকার দর্শন
বইয়ের বদলে হাতে দিয়েছে যারা গুজে,
কিছু অর্থ-অহং-শক্তির মন্ত্রের বুলি
যা অক্ষম দিতে সিংহাসনের পদতলে হারিয়ে যাওয়া চুঁড়ার স্বপ্ন খুঁজে।
আমি চেষ্টা করছি চূঁড়ায় পৌঁছনোর কষ্টের আঁচড়ে
পেছনে যে ভির জমেছে লোকদেখানো জ্ঞানের,
তাই অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত সিংহভাগ
যারা বোঝেনা পার্থক্য শহরে রিকশাচালক আর গ্রামের গোরুর গাড়ির গারোয়ানের।
আকাশছোঁয়ার স্বপ্ন সকলের চোখের কোনে
আমি বইকে বানিয়ে সিঁড়ি পৌঁছতে চেয়েছি চূঁড়ায়,
ক্ষতবিক্ষত আমকে দেখে হাসছে সময়
যা আবদ্ধ করেছে অশিক্ষার দৌড়ের পিছু ছায়ায়।
রিকি ঘোষ
নাগরাকাটা, জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
16-04-2021
-
-